আমাদের কথা খুঁজে নিন

   

rapid share সেশন নিয়ে টানাটানি, কাটাকাটি [(পারলে একটা প্রিমিয়াম একাউন্ট দিবেন অথবা বাইপাসের সিস্টেমটি জানাবেন (দয়া করে)]

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

অফিসে rapid share ব্যবহার করি ডাওনলোডের জন্য, তা সফটওয়ারই হোক, ই-বুক, এমনকি কোন কোন সময় গান, ভিডিও, মুভি পর্যন্ত ডাওনলোড করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে একজন rapid share থেকে কোন কিছু নামালে অন্য কেউ তখন দিতে পারেনা, সেশন ব্যবহার হবার কারণে। যেহেতু সবাই ফ্রি একাউন্ট ব্যবহার করে, ফ্রি একাউন্টের এই একটা ঝামেলা এবং অনেকেই জানে সাইটটি সেহেতু সবসময় কেউ না কেউ সেশন নিয়েই থাকে, আর এই সেশন পেতে গিয়ে শুরু হয় টানাটানি, কাটাকাটি। সকালে অফিসে এসেই ডাওনলোড দিতে গিয়ে দেখি সেশন নাই, কেন সেশন খেয়ে ফেলেছে, তারপর ওত পেতে থাকে কখন সেশন খালি হবে এই একটা সমস্যা আর এটাই টানাটানি। আর কাটাকাটি হচ্ছে যখন আইটির চ্যংরাগুলো দেখে তারা সেশন পাচ্ছেনা তখন যারা ব্যবহার করে তার নেট ডিসকানেক্ট করে দেয় - এটা কাটাকাটি। নেটে এই বিষয় নিয়ে বহু সার্চ করেছি কিভাবে সেশন এভয়েড করা যায়, কাজ হয়নি, কিছু তরিকা পেয়েছিলাম তাতে সমাধান হয়না। ব্লগে কেউ যদি এ বিষয়ে হেল্প করতে পারেন ১) কিভাবে rapid share premium account পাওয়া যাবে ? ২) ফ্রি একাউন্ট-এ কোন উপায়ে বাইপাস টাইম এভয়েড করা যাবে ? ৩) কিভাবে unlimited ডাওনলোড করা যবে ? কেউ সমাধান দিলে দারুন উপকৃত হব, অন্তত টানাটানি, কাটাকাটি'র নিষ্পত্তি হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।