আমাদের কথা খুঁজে নিন

   

:বাংলাদেশের মহাসড়ক ও পথচারী চলাচলের রাস্তা উন্নয়ন(সংস্কার):

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

কেমনে কি? সবাই হয়ত ভাবছেন কেমনে কি? আসলেই তাই। তবে এই ছোট মুখে বড় কথা বলছি, এই আর কি। পোষ্টটি বড় করব না। তাই ছোট ভাবে কিছু কথা। মহাসড়ক উন্নয়ন:- সমস্যা: আমাদের মহাসড়কগুলোর চারপাশে একেবারেই খোলামেলা, মানে রাস্তার ধারে কোন মজবুত রেলিং নাই।

যার ফলে কোন যানবাহন র্দূঘটনায় পতিত হলে তা একেবারে খালে নয় সড়ক থেকে ছিটকে পড়ে বহু দুরে। মহাসড়কের পাশে মানুষের যাতায়াতের কারনে অনেকে র্দূঘটনায় পতিত হয়ে মারা যান ধীর গতির যানবাহনের কারনে প্রায়ই বিভিন্ন র্দূঘটনা হচ্ছে। সাইকেল, ভ্যান, রিক্সা ,ইত্যাদি মহাসড়কে চলার কারনে বড় যান গুলো তাদের সাইড দিতে গিয়ে নিজেরা র্দূঘটনার শিকার হচ্ছেন। যান চলাচলের জন্য মহাসড়কে কোন গতি নির্ধারক বা কোন জায়গায় কত গতিতে চালাতে হবে তার কোন হিসাব নেই। যার ফলে র্দূঘটনা হয়েই চলেছে।

মহাসড়কের পাশে বাজার বসছে, যার ফলে র্দূঘটনা প্রায়ই হচ্ছে এবং যানজট পথচারী চলাচল রাস্তা: সমস্যা: এই জায়গাটাকে সবাই যার যার সম্পদ মনে করে এখানে হাগু, ঘুমানো, বাজার, ও পরিবার নিয়ে বসবাস করেন। পথচারীরা সবাই রাস্তা দিয়ে বীরের মত হেটে যায়, ফলে রিক্সার তলে পড়ে অকালে প্রাণ হারায়। রাস্তার দুপাশে পথচারী চলাচলের রাস্তায় কোন রেলিং নেই(কিছু কিছু জায়গায় আছে)। ভাবছেন উন্নয়নের কথা বলবো। উহু।

সমস্যা তো কিছুটা বলতে পেরেছি, উন্নয়নের কথা বলতে গেলে, ম্যালা কথা!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.