আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্ত মানবিকতা-১

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

মাথা গোজার ছোট্ট একটি ঘর গরমে কষ্ট হয় ভীষণ, তবুও ছোট্ট এই ঘরটিতেই সাজাই জীবনের নানামুখী স্বপ্ন মেট্টোপলিটান এই শহরে মন মেট্টোপলিটান হওয়ার আগে কবিতায় ডুব দেই আনমনে বই থেকে উঠে সামনে চলে নাগরিক হতে থাকা মন। দেখি বেড়ে উঠা সুউচ্চ ভবন ভিত্তিপ্রস্তর, একতলা, দুইতলা, তারও বেশি বাড়তে থাকে পাল্লা দিয়ে কেবল আমার মনও পাল্লা দিয়ে বাড়ে ছোট্ট ঘরটিতেই স্বপ্নেরা চলাফেরা করে আর আমি দেখি সুইচ্চ ভবনটির জম্ম। মাথায় হট নিয়ে যাওয়া শ্রমিকের দল সাথে যোগালির কাজে একজন নারী শ্রমিক আমি চেয়ে দেখি তাদের কাজের অমরতা ছিড়ে যাওয়া এলোমেলো কাপড়ের ফাকে পুড়ে যাওয়া শরীর চোখে পড়ে বিষন্ন মনের যোগাযোগে চোখ চলে যায় তার পরিশ্রমী মুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।