আমাদের কথা খুঁজে নিন

   

দখিনা উদ্বাস্তু

সুন্দর-অসুন্দর সময়

তুমি হেঁটে আসো বহুদূর থেকে আমি নৈবেদ্য সাজাই ঘাসের বিছানায় যতটুকু তোমার আটপৌরে হাসি নোনতা সমুদ্র ছুঁয়ে আসা ঘ্রাণ আকাশ আর উদ্বাস্তুর ঘামে ভেজা তৈজস ততটুকু বিশুদ্ধ ভীষণ, কসম! অস্ফুট যেটুকু তোমার বাতাসে মিলিয়ে যায় দেওদারু বন চিরে কিংবা শায়কের মতো বিঁধে উষর দেয়ালে ঋদ্ধ সে অবয়ব ঝেড়ে ফেলো না যাতনার কাফন পড়ে সার বেঁধোনা নাটকের রঙ্গমঞ্চে কখনও আবার সেই তো চিরায়ত পথিক তুমি একমুঠো ছায়া শুধু চেয়ে নিও মেঘের দুয়ারে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।