আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিটি অফ সাউথ আমেরিকান নেশন'সঃ দখিনা হাওয়া লাগুক মোদের গায়

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

কোচাবাম্বা, বলিভিয়া। অনন্ত বসন্তের নগরী। ডিসেম্বর ৭-৮, ২০০৬ দ্বিতীয় সিএসএন(Community of South American Nations)সম্মেলন। সাউথ আমেরিকার কোচাবাম্বায় অনুষ্ঠিত হয়ে গেলো বারোটি(১২) দেশের সরকার প্রধানদের নিয়ে, কমিউনিটি অফ সাউথ আমেরিকান নেশন'স এর দ্বিতীয় সম্মেলন। পাঠ্যপুস্তকীয় ভাষায় কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পাঁচশো বছর পূর্তির পর, কিংবা আমেরিকান আদি জনগোষ্ঠীর ভাষ্যে 'আমাদের কলম্বাসকে আবিষ্কারের' পাঁচশো বছর পূর্তির পর সমস্ত দক্ষিণ আমেরিকা এক হচ্ছে।

হার্জের পলিটিক্যাল স্যাটায়ারে 'জেনারেল আলকাজার এবং জেনারেল টাপিওকাদের' অঞ্চল। সালভাদর আয়েন্দ , সাইমন বলিভার, চে গুয়েভারা , ফিদেল এর ভূমি একত্র হচ্ছে । এবং অতি অবশ্যই জেনারেল আগুস্ত্যে পিনোশের অঞ্চল। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন , আসুন আমরা সবাই একত্রিত হয়ে গড়ে তুলি সত্যিকারের সাউথ আমেরিকান বলয়, ভাল থাকবার(live well) জন্য। I am conscious of the fact that our South American nations have different processes and rhythms. That is why I am proposing a process of integration at different speeds. Let us walk an ambitious but flexible road. One that allows all of us to be a part of it, allowing each country to take up the commitments they can, and allow those who want to accelerate the pace do so towards the conformation of a real political, economic, social and cultural bloc. That is how other processes of integration have developed in the world and it is the most adequate path for advancement in the adoption of supranational instruments that respect the times and sovereignty of each country. Our integration is and has to be an integration of, and for, the peoples. Trade, energy integration, infrastructure, and finance need to be at the function of resolving the biggest problems of poverty and the destruction of nature in our region. We cannot reduce the South American Community of Nations to an association that carries out projects for highways or gives credit that ends up essentially favouring the sectors tied to the world market. Our goal needs to be to forge a real integration to "live well". We say "live well" because we do not aspire to live better than others. We do not believe in the line of progress and unlimited development at the cost of others and nature. We need to complement each other and not compete. We need to share and not take advantage of our neighbour. "Live well" is to think not only in terms of income per capita but cultural identity, community, harmony between ourselves and with mother earth. ইউরোপিয়ান ইউনিয়নের পরই সম্ভবত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামাজিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির ব্লক হতে চলেছে কমিউনিটি অফ সাউথ আমেরিকান নেশন'স।

কিছু বুলেট পয়েন্ট তুলে দিচ্ছি এই চিঠিরঃ ১। সামাজিক এবং সাংস্কৃতিকঃ ক। অশিক্ষা, অপুষ্টি, ম্যালেরিয়া এবং দারিদ্রের চরম কশাঘাত থেকে মুক্তকরণ খ। সামগ্রিক সাউথ আমেরিকান ব্যবস্থা যা সমগ্র জনগোষ্ঠীকে নিশ্চিত করবে শিক্ষা, স্বাস্থ্য এবং বিশুদ্ধ পানি। গ।

আরো বেশী পরিমাণ কাজের সুযোগ এবং দেশত্যাগ সীমিতকরণ ঘ। সামাজিক অসামঞ্জস্য এবং অসমতা দূরীকরণ ঙ। দূর্নীতি এবং মাফিয়ার বিরুদ্ধে সমগ্র মহাদেশব্যাপী লড়াই চ। মাদক চোরাচালান বন্ধে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। ছ।

সাংস্কৃতিক বৈচিত্র সংরক্ষণ জ। সমগ্র সাউথ আমেরিকায় শ্রম এবং মানব সম্পদের নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিতকরণ,বা সাউথ আমেরিকান নাগরিকত্ব ধারণার দ্রুত বিকাশ। ২। অর্থনৈতিকঃ ক। সম্পূরক অর্থনৈতিক ধারণার বিকাশ।

প্রাইভেটাইজেশনের পরিবর্তে আমরা পরস্পরকে সহযোগীতা করতে পারি, সরকারী প্রতিষ্ঠানের বিকাশে। আমরা তৈরি করতে পারি সাউথ আমেরিকান এয়ারলাইন্স, টেলিযোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিসিটি নেটওয়ার্ক, সাউথ আমেরিকান মেডিসিন ইন্ডাস্ট্রি, মাইনিং এন্ড মেটালারজিক্যলা কমপ্লেক্স। খ। কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যেক্তাদের সম্মিলন এবং ফেয়ার ট্রেড নিশ্চিতকরণ। গ।

সাউথ আমেরিকান দেশগুলোর পার ক্যাপিটায় চরম অসাঞ্জস্য দূরীকরণ ঘ। সাউথ আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক। ঙ। সাউথ আমেরিকার দেশে দেশে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো। চ।

একটি সম্মলিত এনার্জি প্লাটফর্ম তৈরি করা যাতে সব দেশের চাহিদা মেটানো, ফেয়ার প্রাইস নিশ্চিত করা এবং বহুজাতিক প্রতিষ্ঠান নির্ভরতার শেষ হয়। ছ। গ্যাস এবং হাইড্রোকার্বন কোম্পানীগুলোর একত্রীকরণ এবং সম্পূরক কোম্পানী তৈরি করা। ৩। প্রকৃতি এবং পরিবেশঃ ক।

সমগ্র সাউথ আমেরিকার মানুষের অংশগ্রহনের মাধ্যমে বায়োডাইভার্সিটি রক্ষায় ফ্রেমওয়ার্ক তৈরি করা। খ। বড় বড় কোম্পানীর বিরুদ্ধে, পরিবেশ রক্ষায় দাঁড়াবার জন্য আঞ্চলিক রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে একটি আন্তঃদেশীয় কমিটী গঠন। গ। সমগ্র সাউথ আমেরিকায় মানবাধিকার এবং সমস্ত জীবিত প্রাণীর পানির অধিকার নিশ্চিত করার জন্য ওয়াটার ট্রিটি তৈরি করতে হবে।

ঘ। প্রাকৃতিক সম্পদ এবং প্রচলিত জ্ঞানের উপর রাষ্ট্রের অধিকার নিশ্চিত করতে হবে। ( যে কোন ধরণের প্যাটেন্ট এর বিরুদ্ধে) ৪। রাজনৈতিকঃ ক। একমুখী বিশ্বব্যবস্থায় সার্বভৌমত্ব রক্ষায় সাউথ আমেরিকান সব দেশের একটি সার্বজনীন প্লাটফর্মে অবস্থান।

খ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগনের অংশগ্রহণের মধ্যে দিয়ে সার্বজনীন সাউথ আমেরিকান ধারণার বিকাশ। ভেনিজুয়েলা থেকে আর্জেন্টিনা পর্যন্ত একটা গোটা মহাদেশ জেগে উঠছে। কোচাবাম্বা সম্মেলনের প্রারম্ভে এটাই ছিল সাউথ আমেরিকার সরকার প্রধান এবং জনগনের উদ্দেশ্যে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস আইমা্থর খোলা চিঠি। * আমার একজন ব্লগীয় বন্ধু রাসেল(........)কে, চাইলেই পারবেন সব পাহাড় ডিঙ্গোতে, এটা বিশ্বাস করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।