আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়ায় মিলবে বয়ফ্রেন্ড!

‘দিকে দিকে এই বার্তা রটিল ক্রমে’…। আর মজার বার্তাটা হলো- এখন থেকে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যাবে টাওবাও ডটকম নামে একটি ওয়েবসাইটে। এ কথা শুনে রূপকথার ফ্লেভার পেতে পারেন অনেকে। কিন্তু সত্যি! এবার বাস্তবেই ‘বয়ফ্রেন্ড ভাড়া আছে’ পোস্টার ঝুলিয়েছে এই চায়না ওয়েবসাইটি। মাও সে তুংয়ের দেশ চীনে এরাই বর্তমানে অনলাইন ব্যবসায় ফার্স্ট প্রাইজের দাবিদার।

আগামী মাসে চায়না নববর্ষে ক্রেতাদের জন্য এটাই তাদের ‘নিউ ইয়ার গিফট’। জানা গেছে, টাওবাও ডটকমের ‘বয়ফ্রেন্ড’ সেলের মৌসুমে টার্গেট অডিয়েন্স ‘সিঙ্গল ওম্যান’, যাদের বিয়ে নিয়ে চিন্তাভাবনার দায়িত্ব নিয়েছেন মা-বাবা। অথবা বয়ফ্রেন্ডের অস্তিত্ব নিয়ে পাড়ার চাচা থেকে বড় আপারা পর্যন্ত অনেকেরই ‘পিএনপিসি’র (পরনিন্দা পরচর্চা) কমন টপিক। ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে নিয়ত উঁকি দিচ্ছে সাইবার পড়শি। ফলে ঘরে-বাইরে নিত্যদিন বহুমুখী অস্বস্তিকর প্রশ্নে কাজকর্ম শিকায় উঠে গেছে।

আর মন-মেজাজেও চলছে সুনামির আস্ফালন। ফলে ভাড়ায় বয়ফ্রেন্ড হাইজ্যাক করার এমন লোভনীয় অফার আসতেই তো হুড়োহুড়ি লেগে যাবে। জানা গেছে, লাখ লাখ ‘সিঙ্গল ওম্যান’ এই ওয়েবসাইট থেকে বয়ফ্রেন্ড ভাড়া নেবেন। অন্তত এমনটাই আশা কর্তৃপক্ষের। একসঙ্গে খানাপিনা, শপিং তো হবেই।

তাহলে চুম্বনটাই বা বাদ যায় কেন? আফটার অল নিউ ইয়ারের পার্টিতে পরিবারের সঙ্গে আলাপ করাতে হবে তো! মেয়েরা ভাড়াটিয়া প্রেমিককে হ্যান্ডব্যাগে গুঁজলেন বটে, কিন্তু ঘণ্টার হিসাবে নিজের পাওনা-গ-া ঠিকই বুঝে নেবে আপনার ভাড়ায় পাওয়া প্রেমিক। এমন ভাড়া করা বয়ফ্রেন্ড সাংহাইয়ের প্লাস্টিক কারখানার কর্মী ডিঙ্গ হিউ (২৭) চায়না ডেইলির কাছে মন খুলে বলেছেন, ‘আমি গত বছর থেকে এ কাজ করছি। বসন্ত উৎসবের দিন আর জাতীয় দিবসে ২৮ বছরের দুইজন মহিলা ছিলেন আমার কাস্টমার। দুইজনের কাছ থেকেই ৫০০ ডলার পেয়েছিলাম আমি। ’ ভাড়া করা প্রেমিককে যাতে স্মার্ট দেখায় তার জন্য কাস্টমাররা হিউকে নতুন জামাকাপড়ও পরিয়ে দিয়েছিলেন।

বেইজিং নর্মাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর লিন যদিও এই প্রবণতাকে একাবারেই ভালো চোখে দেখছেন না। তিনি জানিয়েছেন, ‘বয়ফ্রেন্ড ভাড়া করে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিলে হয়তো প্রাথমিকভাবে অপ্রীতিকর প্রশ্ন এড়িয়ে যাওয়া যায়, তবে তাতে সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ সেই মেয়েটি যখন বিয়ে করবে, তখন এর চেয়েও বেশি প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। ’ ফলে পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করারই পরামর্শ দিচ্ছেন তিনি। তবে একটি রিপোর্টে জানা গেছে, ১৮০ লাখ ‘সিঙ্গল ওম্যান’ রয়েছেন চীনে।

তারা যে প্রয়োজন অনুযায়ী টাওবাও ডটকমকে চিনে নেবেন এ বিষয়ে একপ্রকার নিশ্চিত কর্তৃপক্ষ। সুত্রঃ বিডি আর্টিকেল (কপি-পেস্ট)।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।