আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি আমাদের জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ ছবিগুলো কোন কোনটি?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আমি জীবনে প্রচুর ছবি দেখছি। তবে হ্যা, অনেক দেখেছি তা বলবো না, তবে দেখেছি জীবনে সত্যিই কিছু ক্রিয়েশন এবং আরো আশ্চর্যজনক সুন্দর দেখবো বলে আশা করছি। ১) স্পাইডারম্যান ৩ (২০০৭): ছবিতে কি নাই! একমাত্র এই ছবিতেই দেখলাম বাস্তবে সকল হিসাব নিকাশ কিভাবে মিটাতে হয়, এবং চোখের অশ্রুও অথবা ছোটোখাটো ভুল বুঝাবুঝি মানুষকে কিভাবে মূল্য দিতে হয় এবং সেই মূল্য কিভাবে মেটাতে হয়! ২) দি গুড দি ব্যড এ্যান্ড দি আগলি (১৯৬৬): ব্লন্ডি- এই নামটি জীবনে ভুলবো না আর এর চরিত্রদাতা ক্লায়েন্ট ইষ্টউড যে সবসময়ই চিরতরুণ। মানুষ এত সুন্দর এত বৈচিত্র্যপূর্ণ চরিত্র, এরকম অনবদ্য ছবি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর সিনেমাটোগ্রাফী এর জন্য কোনো উপমাই উপমা নয়! ৩) লাভ এ্যাকচুয়ালী (২০০৩): কেউ যদি বলে রনি তুই একটা বদ আমি হাসবো কিন্তু কেউ যদি বলে এই ছবিটি ভূয়া তার কম্ম সারা। জোকিং! এই বইতে একটা সিকোয়েন্স আছে কিয়েরা নাইটলিকে ক্যারল সিঙ্গার হিসেবে জানাচ্ছে তার ভালোবাসা ড্যাশবোর্ডের লেখা দিয়ে। পরে যখন ফিরে যাচ্ছিলো, বললো Enough, Enough for now!। শুধু একটা গল্প না একজন প্রধানমন্ত্রীর গল্প, একজন পড়ন্ত রকশিল্পির ফিরে আসা, একজন লুজারের আমেরিকা জয় এবং সর্বোপরি এটা বুঝিয়ে দেয়া আসলে সবখানেই ভালোবাসার জয়জয়কার। আসলে এত ছোট একটা কথা আমাদের এই ছবিটি দেখে বুঝতে হল! হ্যা, আমি বলতে পারি এগুলো আমার জীবনে দেখা পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ছবিগুলি। দেখি আপনাদের পছন্দের ছবিগুলো কি কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.