আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক অস্ত্র হস্তান্তর করবে সিরিয়া

সিরিয়ায় মজুদ থাকা রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে হস্তান্তরে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে আসাদ এও জানিয়েছেন, আমেরিকার হুমকিতে নয়, বরং সিরিয়ার উদ্যোগের কারণে অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে তার দেশ।
 
গতকাল বিবিসি জানায়, একটি রুশ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের বিষয়টি স্বীকার করেন আসাদ।
 
‘রোশিয়া-২৪' চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে আসাদ জানান, আমেরিকার চাপে কিংবা ভয়ে না বরং রাশিয়ার উদ্যোগের কারণেই রাসায়নিক অস্ত্র হস্তান্তরে রাজি হয়েছে সিরিয়া।
 
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়টি নিয়ে জেনেভায় বৃহস্পতিবার রাশিয়া-আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে অস্ত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করলেন প্রেসিডেন্ট আসাদ।
 
গতকাল রুশ টিভি চ্যানেলকে আসাদ জানান, অস্ত্র হস্তান্তরের বিষয়ে একটি নথি জাতিসংঘের কাছে পাঠানো হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.