আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান মুভিতে সমকামিতা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ইন্ডিয়ান মুভি বিষয় বৈচিত্রে এখন অনেক বেশী অভিনব। গল্প, মেকিং, অভিনয়ের উৎকর্ষতার সাথে সাথে বিষয়ে অনেক অফ-ট্রাক ইস্যু ক্রমশ বেশীমাত্রায় স্থান করে নিতে শুরু করেছে। এমন একটা বিষয় সমকামিতা যা কাকতালীয়ভাবে গতকাল দেখা তিনটি মুভিতেই লক্ষ্য করেছি। কোনটাই পুরোপুরি দেখা হয়নি এ্যাড ও বিদ্যুত বিভ্রাটের কল্যাণে তবে যতটুকু দেখেছি তার মধ্যে সমকামিতার গল্পগুলো চোখে পড়েছে। এ গল্পগুলো এসেছে সাবপ্লট হিসাবে, কখনও পুরো গল্পের অনুষঙ্গ হিসাবে।

কখনও মনে হতে পারে আরোপিত আবার কখনও রিয়েলিটি। প্রথম গল্পটা ট্রেন মুভিটির। এখানে নায়ককে ভিলেনের কাছে ঠেলে দেয়া হয় ভিলেনের জৈব ক্ষুধা নিবারণের জন্য। ভীত নায়কের হাত পা বেঁধে উল্টো করে বিছানায় শুয়ে দেয় ভিলেন। নিতস্ব দেখে ভিলেনের গাল উপছিয়ে হাসি ঠিকরে বের হয়।

অভিনব ভিলেন বিপ্লব! এরপরের ছবিটি হচ্ছে মেট্রো। আমাদের জেমস তার একটা গান ও খোমাসহ এ ছবিতে আছেন। অর্পনা সেনের মেয়ে কঙ্কনা সেন এ ছবিতে তার যে কলিগের প্রেমে পড়েন তাকে খুঁজে পান অফিসের বসের সাথে একই বিছানায় কামকেলীরত অবস্থায়। বিধ্বস্থ কঙ্কনা পরের দিন অফিসে তাকে বলেন, এটা কোন দোষের নয় যে তুমি সমকামী, এটা তোমার রাইট তুমি তোমার পছন্দমত সেক্সুয়াল অরিয়েন্টশন পালন করবে। কিন্তু আমার জীবন নষ্ট করার তোমার কোন রাইট নাই।

তুমি গে, গের সাথেই থাকো! তৃতীয় ছবিটা হচ্ছে ট্রাফিক সিগনাল। একটা সিগনালে বসবাস করা বিভিন্ন পেশাজীবি প্রান্তিকদের নিয়ে ছবি। রাতে নিদৃষ্ট কয়েজন নারী ও পুরুষ যৌনশ্রমিক ঐ সিগনালে অপেক্ষা করে। একবার একজন পুরুষ যৌনশ্রমিককে তার পুরুষ খদ্দের ছেড়ে দিয়ে গেল সিগনালে। অপেক্ষমান নারী যৌনকর্মীরা তাকে দেখে সিটি বাজায়।

ছেলেটি ঠিকমত হাঁটতে পারছিল না, মেয়েদের দিকে তাকিয়ে বলে, কে বলেছে মেয়েদের কেবল কষ্ট হয়, ছেলেদেরও হয়! তবে ব্রোকব্যাক মাউন্টেনের মত কোন ছবি ইন্ডিয়ানরা এখনও তৈরী করার সাহস রাখে কিনা সেটা বলতে পারছি না। উপরোক্ত তিনটি ছবিই আমার ভীষণ ভাল লেগেছে। বিষয় হিসাবে সেনসিটিভ ইস্যুগুলো কমেডি কমেডি মনে হলেও সমকামিতা ইন্ডিয়ান মুভিতে নতুন সংযোজন হিসাবেই লক্ষ্য করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.