আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কোরআন থেকে ইখ্‌লাস (নিষ্ঠা) ও নিয়্যত (অভিপ্রায়) সম্পর্কিত আয়াত

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

(হে নবী !) তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো, কিংবা তাকে (সবার সামনে) প্রকাশ করে দাও - তা আল্লাহ তায়ালা (ভালোভাবে) অবগত হন, আসমান যমীন ও (তার আভ্যন্তরীণ) সবকিছুও তিনি জানেন, সর্বোপরি (সৃষ্টি লোকের) সব কিছুর ওপর রয়েছে তার সার্বভৌম ক্ষমতা, তিনিই সকল শক্তির আধার। (সূরা আলে ইমরানঃ আয়াত ২৯) আল্লাহ তায়ালার কাছে কখনো (কোরবানীর) গোস্ত ও রক্ত পৌঁছায় না, হ্যা তার কাছে তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। এভাবে আল্লাহ তায়ালা এদের তোমাদের জন্যে অধীন করে দিয়েছেন যাতে যে (দ্বীনের) পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার (সেই উপকারের) জন্যে তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করতে পারো, (হে নবী) নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের (জান্নাতের) সুসংবাদ দাও। (সূরা আল হাজ্জঃ আয়াত ৩৭) আগের কেতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ ও অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এসব লোকদের এ ছাড়া আর কিছুই আদেশ দেয়া হয়নি যে, তারা আল্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও এবাদাতকে নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, (কেননা) এই হচ্ছে সঠিক জীবন বিধান। (সূরা বাইয়্যেনাহঃ আয়াত ৪-৫)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.