আমাদের কথা খুঁজে নিন

   

আমার অক্ষম প্রলাপ

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

আমার এই লেখাটা যদি আরিফ জেবতিক বা তার মত প্রিয় কোনো ব্লগারকে দিয়ে লিখিয়ে নিতে পারতাম তাহলে অনেক ভাল হত। আমাদের এই এক সমস্যা। আমরা যারা না আরিফ জেবতিক, না হাসান মোরশেদ, আমরা যারা না সাদিক, না রাসেল, আমরা যারা না রাগ ইমন, না ত্রিভুজ, আমরা যারা না হোসেইন, না আকন্দ, আমরা যারা নো বডি কিছু ব্লগার নিজ নিজ ভালোলাগা নিয়ে এই ব্লগে থাকি তারা কিছু বললে মনে হয় কারো কিছু আসে যায় না। তবু বলি। এই সব কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক।

এই সব অশ্লীলতা বন্ধ হোক। ব্লগকে হিট লিস্টে তোলার এই সব ষড়যন্ত্র বন্ধ হোক। এই সব নোংড়ামি বন্ধ হোক। এই সব দুধ-গোবরে মাখামাখি বন্ধ হোক। এখানে একটা জিনিস শিখেছি।

যারা অহর্নিশ দ্বন্দে লিপ্ত, তারাও বুঝেছেন, এখানে যা হয়, শুধু একে অপরকে উলংগ করা। আজন্ম উলংগ রাজাকাররা অন্যকেও উলংগ করবে এটাই তাদের স্বভাব। এছাড়া তাদের টিকে থাকায় টানাটানি। কিন্তু তাকে থাপ্পর না দিয়ে তার কাপড় ধরে টানাটানি কেন? এতে কি রাজাকারকে নকল করা হচ্ছে না? আসুন আমরা রাজাকারকে তার কাপড় না টেনে কষে থাপ্পর দেই। রাগইমন- ত্রিভুজ কাইজ্জা (এর চেয়ে ভাল কিছু বলা যায় না) নিয়ে ভাল ফায়দা লুটলেন যারা তাদেরকে আর কি বলবো।

ব্লগটাকে তো দিন দিন আপনারা দখলদারিত্বের মনোভাব নিয়ে খোয়াড়ে পরিণত করছেন। এখন নতুন নিকের প্রথম পোস্টে আর 'আমি এই ব্লগে নতুন' বাক্যটা থাকেনা। থাকে একরাশ গালাগালি। আসুন ছাগলকে দেখে শেখা এই সব ছাগলামি বাদ দেই। সবাই একদিনের জন্য হলেও অন্তত নিজেকে বদলে দেখি, কেমন হয়।

ব্লগটা বদলায় কিনা। ত্রিভুজের কান ধরে না টানাটানি করে আসুন জেবতিক আরিফের দুই পয়সার মানুষ হই। একদিনের জন্য। দেখি না কি হয়। টিম এ-- একদিনের জন্য ক্লান্তি বোধ করুন না! না হয় একটু রিফ্রেশ।

আলভী আবার মুগ্ধ পাঠক সিরিজ শুরু করুক, মো: জুবায়ের আবার উপন্যাস নামাক, হিমুর যৎন করে কামড়ে দেয়া গল্পে সবাই বারবার হাসুক, শাওনের 'হাত খুলে লিখে যান' বাস্তবে নেমে আসুক। আমাকে, আমাদের মতন নো বডি পাঠক-কাম-ব্লগারদের কে সেই স্বর্ণযুগ ফিরিয়ে দিন। একদিনের জন্য। *** আমি স্বপ্ন দেখি ফেলে আসা সেদিনের....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।