আমাদের কথা খুঁজে নিন

   

ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক)



ছাগু অনেককে ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে প্রমাণিত করতে মুখে ফেনা তুলছে। এখন দেখা যাক ছাগুর ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রের দিকে আলোকপাত করে। কেস স্টাডি - ১ __________ ছাগুরাম ইসলামের মূর্ত প্রতীক। সেই হিসেবে আমেরিকা ইসলামের ঘোর শত্রু। আফগানিস্তান, ইরাকে বর্বর হামলার জন্য প্রত্যেক প্রকৃত মুসলমান আমেরিকাকে ঘৃণা করবে এটাই সত্য।

এখন কথা হলো যদি তাই হয়, তাহলে ছাগু আমেরিকা যাওয়ার জন্য লাল দালানের পাশে ঘুরঘুর করে কেন? (তথ্যসূত্র - ছাগুর জাতীয়তাবোধ - অরপি)। মুসলিম জাহানের এক নম্বর শত্রু আমেরিকায় যাওয়ার জন্য তার ততপরতা প্রমাণ করে- ছাগু আসলে সুবিধাবাজ বই আর কিছু নয়। এও জামাতের মতো ধর্মের নামে ধান্ধাবাজি। কেস স্টাডি - ২ ___________ তথ্যসূত্রের লিংকটা দিতে পারছি না। এক ব্লগার একবার স্ক্রিন শর্টসহ প্রমাণ করেছে- ভারত বিদ্বেষী ছাগু চ্যাটে নিজেরে 'পিপল অফ গ্রেট ইন্ডিয়া' বলে পরিচয় দিয়েছে।

এরপর ছাগু তার সপক্ষে যুক্তি উপস্থাপন করেছে সেখানে কেউ বাংলাদেশকে চিনে না, তাই সে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক হিসেবে পরিচয় দিয়েছে। আমার কথা হলো, দেশকে চিনানোর দায়িত্ব ছাগুর ছিলো। সারাজীবন যদি নিজেরে ইন্ডিয়ার লোক বলে চালায়া দেয় তাহলে তো কোনদিনও বাংলাদেশকে তারা চিনবে না। এইখান থেকে বোঝা যায় ছাগুর দেশপ্রেম একটা মুখোশ ছাড়া আর কিছু নয়। কেস স্টাডি - ৩ ___________ তথ্যসূত্র - আমি পুড়ছি জল ও আগুনে = কনফুসিয়াস।

এর আগে ছাগুর একটা পোস্টের দিকে 'আমাদের আলোকিত(!) মানুষরা ও ভবিষ্যত প্রযন্ম...' (প্রজন্ম বানান ছাগু এভাবেই লিখেছে পোস্টে) নজর দিতে হবে। যেখানে ছাগু মু. জাফর ইকবালের সম্পর্কে লিখেছে- "'জাফর ইকবাল', সবার কাছে বেশ সম্মানিত ও বিশাল ব্যাক্তিত্ব বলে পরিচিতি। মিডিয়া তাকেও আলোকিত মানুষের প্রথম সারিতে বসিয়ে রেখেছে। এই ভদ্রলোক বাচ্চাদের জন্য বই লিখতে ভালবাসেন। বাচ্চাদের জন্য লিখতে গিয়ে মজার মজার কথার ফাঁকে ঢুকিয়ে রাখেন ধর্মের প্রতি তার চরম বিদ্্বেষের ছাপ।

বাচ্চাদের কচি মনে ধর্মের ব্যাপারে এত বিশ্রিভাবে বাজে কথা ঢুকাতে এর আগে আমি কাউকে দেখিনি। তিনি যে নিজেকে কত বড় মূর্খ প্রমাণ করে থাকেন বাচচদের জন্য লেখা সাহিত্যে তার ধর্ম সংক্রান্ত বিভিন্ন কথা বলে, তা যদি বুঝতেন তাহলে আর নিজেকে বিজ্ঞ ভাবতে যেতেন না এবং আমাদের মিডিয়ার অর্ধশিক্ষিত লোকগুলো তাকে আলোকিত মানুষ হিসেবে প্রচার করতে যেতো না। " আবার সেই ছাগুই অর্কুটে জাফর ইকবাল স্যারের কমিউনিটিতে লিখেছে- I like this man. Ohh.. really very good writer. specially like his petriosm... he really loves our country. কনফুসিয়াসের পোস্টে ঝরা পাতা লিংক দিয়েছেন লেখাটার। ঘুরে আসতে পারেন। সেই সাথে ঝরা পাতা আরেকটা লিংক দিয়েছেন "অপর বাস্তব" নিয়ে কৌশিকের একটা লেখার।

যেখানে ব্রাত্য রাইসুর জাফর ইকবাল স্যার সহ অন্যান্যদের লেখায় উনার শ্রদ্ধা নাই বলে জানিয়েছেন আর আমাদের ছাগুরাম সেটাকে সমর্থন করেছেন। এখান থেকে প্রমাণিত হয় ছাগু পুরোপুরি দুই নাম্বার। সে সুযোগসন্ধানী ছাড়া আর কিছু নয়। যেখানে যেরকম পরিবেশ সেখানে সে রকম ছদ্মবেশ ধারণ করে। অতএব বন্ধুগণ, সাবধান ছাগু হতে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.