আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কোরআন থেকে সহজ সরল বাংলা অনুবাদ - ২৬ জুন ২০০৭

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

এতিমদের সম্পত্তির কাছেও যেয়ো না, তবে এমন কোনো উদ্দেশ্য যা (এতিমদের জন্যে) উত্তম (বলে প্রমাণিত) হয় তা বাদে, যতোক্ষণ পর্যন্ত সে (এতিম) তার বয়োপ্রাপ্তির পর্যায়ে উপনীত না হয় এবং তোমরা (এদের দেয়া যাবতীয়) প্রতিশ্রুতি মেনে চলো, কেননা (কেয়ামতের দিন এই) প্রতিশ্রুতির ব্যাপারে (তোমাদের) জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো কিছুকে পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরিই করবে, আর (ওযন করার জিনিস হলে) দাঁড়ি পাল্লাকে সোজা করে ধরবে, (লেন-দেনের ব্যাপারে) এই হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামে(র দিক দিয়ে) এটাই হচ্ছে উত্কৃষ্ট। যে বিষয়ের ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই (অযথা) তার পেছনে পড়ো না, কেননা (কেয়ামতের দিন) কান, চোখ ও অন্তর, এর সব কয়টির ব্যাপারেই তাকে প্রশ্ন করা হবে। (সূরা বনী ইসরাইলঃ আয়াত ৩৪-৩৬)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.