আমাদের কথা খুঁজে নিন

   

গর্ভধারণ যখন পেশা

জীবিকার তাগিদে মানুষ কত কী-ই না করে। অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ ও জন্ম দেওয়াও যে একটি পেশা হতে পারে, তা আমাদের অনেকের কাছে বিস্ময়ের। অথচ আজকের পৃথিবীর দরিদ্র মানুষ স্রেফ জীবিকার্জনের জন্য যেসব পেশা বেছে নিচ্ছে, ‘ভাড়াটে মা’ হওয়া সেগুলোর অন্যতম।
‘ভাড়াটে মা’ বা ‘সারোগেট মাদার’ কার্যত গর্ভ ভাড়া দেওয়ার এক পেশা। এ ক্ষেত্রে একজন নারী গর্ভধারণে অক্ষম অন্য কোনো নারীর ভ্রূণ নিজের গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেন।

ভ্রূণ থেকে সন্তান জন্মানো পর্যন্ত মাঝখানের কাজটি সম্পন্ন হয় একজন ভাড়াটে মায়ের গর্ভে।
ভারতের গুজরাটের আনন্দ এলাকার অনেক নারীর কাছে গর্ভ ভাড়া দেওয়ার কাজটি এখন পেশায় পরিণত হয়েছে। এ নিয়ে ‘ইন্ডিয়া টুডে’ সাময়িকী সম্প্রতি একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আনন্দের ‘সাত কাইভাল হসপিটাল অ্যান্ড আকাঙ্ক্ষা ইনফার্টিলিটি ক্লিনিক’ এখন ভাড়াটে মা বা সারোগেট মায়েদের একটি বড় কেন্দ্রস্থল।
হাসপাতালটি পরিচালনা করেন নয়না প্যাটেল (৫৫) ও তাঁর স্বামী হূতেষ (৫৭)।

তাঁদের তত্ত্বাবধানে এখন এ হাসপাতাল থেকে মাসে প্রায় ৩০টি শিশুর জন্ম দেওয়া হয়।
যে মায়েরা এসব শিশুর জন্ম দেন, তাঁদের অন্যতম সারোগেট মাদার ফাইভ হানড্রেড বা ৫০০তম ভাড়াটে মা। এই স্বামীপরিত্যক্ত নারীর দুটি সন্তান আছে। তিনি গত ৫ আগস্ট একটি মেয়েশিশুর জন্ম দেন। চারদিন পর তিনি শিশুটিকে প্রথমবারের মতো দেখার সুযোগ পান।

তখন শিশুটি লক্ষেৗ থেকে আসা তার প্রকৃত মা-বাবার কোলে। শিশুটিকে দেখে অস্ফুট স্বরে তিনি বলেন, ‘এ বাচ্চাটা যদি মেয়ে হয়, তবে এটি অবশ্যই আমার। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.