আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের আগে গর্ভধারণ নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্রের টিনএজাররা

ফেসবুক আইডি:নাই
যুক্তরাষ্ট্রে টিনএজদের অসময়ে গর্ভধারণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ ব্যাপারে বেশিরভাগ উঠতি বয়সের মেয়েদের কোনো মাথাব্যাথা নেই। এটাকে তারা খুবই স্বাভাবিক ধরে নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকস জানায়, তারা ১ হাজার ৩৮১ মেয়ে ও ১ হাজার ৩৮৬ ছেলের সঙ্গে এ নিয়ে কথা বলেছে, যাদের সবার বয়স ১৫ থেকে ১৯ এর মধ্যে। দেখা গেছে, এদের মধ্যে প্রতি ১০ জনে চার জন এই বয়সে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। তারা আরো জানায়, অবিবাহিতরা গর্ভধারণ করে ফেললে তার মধ্যে মাত্র ৫৮ শতাংশ মেয়ে এ নিয়ে কিছুটা চিন্তায় থাকে। বাকিরা একে স্বাভাবিক বলেই ধরে নেয়। আর মাত্র ১২ শতাংশ ছেলে এ বিষয় নিয়ে একটু বিব্রত হয়। জরিপে আরো দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মেয়ে টিনেজ বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ে। এপি
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।