আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইত্তেফাক স্মৃতি

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

আলম ভাই, মানে মোহাম্মদ আলম। ইত্তেফাকের সিনিয়র ফটোগ্রাফার। কতো সিনিয়র? এই প্রজন্মের না, আগের প্রজন্মেরও না। তারো আগের। আলম ভাই ছিল বঙ্গবন্ধুর ফটোগ্রাফার।

বঙ্গবন্ধু তখন প্রেসিডেন্ট। তার কাজ ছিলো সারাদির বঙ্গবন্ধুর সঙ্গে ঘুড়ে বেড়ানো, আর ছবি তোলা। আলম ভাই অনেক অনেক মজার গল্প আছে। তিনি আবার পানীয় রসিক। গল্পটা বলি।

বঙ্গবন্ধু গেছেন রাশিয়া সফরে। সঙ্গে আলম ভাই। দেশে ফিরলেন। আলম ভাইয়ের হাতে একটা ভদকার বোতল। সমস্যা তৈরি করলেন বঙ্গবন্ধু নিজেই।

এয়ারপোর্টে কাস্টমস অফিসারদের বলে দিলেন যাতে কেউ বেআইনি কিছু নিতে না পারে। আলম ভাইরে আটকালো অফিসাররা। বোতল নেওয়া যাবে না। আলম ভাই অনেক তর্ক করলেও কাজ হলো না। বঙ্গবন্ধুর নিষেধ আছে।

আলম ভাই তখন হ্যান্ড ব্যাগ থেকে ভদকার বোতল বের করে সবার সামনে পুরো বোতল ভদকা খেয়ে ফেলে বললেন, -এইবার আমারে আটকাও। এই গল্প আমার শোনা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছ থেকে শোনা। তিনি ছিলেন আলম ভাইয়ের পিছনেই। আলম ভাইকে জিজ্ঞাস করতেই এই গল্প আবার শোনালেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.