আমাদের কথা খুঁজে নিন

   

আরিলের প্রয়োগবিদ্যা



জনাব আরিল, প্রথমেই বলে নিচ্ছি, আপনাদের সৌজন্যে বাংলায় ব্লগ করতে পারছি। এ জন্য সামহোয়ারকে ধন্যবাদ। কিন্তু ধূসর ছায়ার মতো আমারো জানতে ইচ্ছে করে অশালীনতার সঙ্গা কী? আমার পোস্টে একাধিকবার ব্যক্তিগত আক্রমণ করে ‌'আশালীন' ভাষায় মন্তব্য এসেছে। ব্লগ কর্তৃপক্ষ যেহেতু মন্তব্য মুছে ফেলার অপশন রেখেছেন, সেই সব মন্তব্য মুছে দেওয়ায় অসুস্থ ব্লগাররা আমার হুমকি দিয়ে আমাকে নিয়ে আলাদা পোস্ট ফেঁদেছেন! এই তো সেদিন মন্তব্য মুছে দেওয়ায় আমার ছবিসহ আলাদা পোস্ট দিয়ে একজন 'জনগণ' এর কাছে জানতে চাইলেন, কী তার অপরাধ! আর মজার ব্যপার হচ্ছে, তার ওই পোস্টে টপাটপ মন্তব্য পড়তে লাগলো; পড়তে লাগলো রেটিং এর পর রেটিং! কাদা ছোঁড়াছুড়ির এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে শেষ পর্যন্ত আমাকে অনেক আবেগময় পোস্ট একাধিকবার মুছে দিতে হয়েছে। মি. আরিল, জানতে ইচ্ছে করে, সেদিন আপনারা কোথায় ছিলেন? আর আপনি বলছেন, 'এটি আপনার ব্লগিং সাইট, আপনার স্বাধীনতা চর্চার, আপনার সুন্দর মনোভাব প্রকাশের খোলা জায়গা।

'...কিন্তু মাঝে মাঝে মনে হয়, এটি মওদুদীবাদ প্রচার করার বিনে পয়সার ব্লগ। জ্ঞানবিদ্যা, মুক্তবুদ্ধি, সুন্দর মনোভাব ইত্যাদি চর্চা নিয়ে কোনোই দ্বিমত নেই। কিন্তু মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানের প্রশ্নে সামহোয়ার কর্তৃপক্ষ তার দৃষ্টিভঙ্গীর প্রকাশ ঘটাচ্ছে না কেনো?...শুধু ডিসেম্বর-মার্চে লাল-সবুজ পতাকার একটা ইমেজ, কী দু-একটি মুক্তিযুদ্ধের স্কেচ দিয়ে প্রচ্ছদ প্রকাশই কী এ জন্য যথেষ্ট?? আরিল, আপনি জানেন, তবু বলছি, 'শৃঙ্খলা' শব্দটির মধ্যে 'শৃঙ্খল' শব্দটি আছে। আমি চাই, আপনারা তার প্রয়োগ ঘটান। ।

পুনশ্চ: ১. আপনি সবার সহযোগিতা চেয়ে পোস্ট দিয়েছেন; সেটিতে মন্তব্য করেও যথেষ্ট মনে না হওয়ায় এই পোস্ট দিচ্ছি। ২. কথিত শালীনতা/শিষ্টতার নমুনা দেখুনএখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।