আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম স্টেজে

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

এইগানটি গেয়েছিলাম প্রথম স্টেজ শোতে- গানটি লিরিক আশা করি আপনাদের ও ভালো লাগবে। কোন এক চাঁদঢালা ঝলমলে জোছনা বেলা জড় হল ঝিঙ্গেফুল, দিশারী ও সবুজমেলা এল চাঁপা এল জুঁই আর এলো গোলাপ কুঁড়ি সব কুঁড়ি মিলে গড়ল বাগান এক নাম দিলো তার ফুঁলকুড়ি নাম দিলো তার ফুঁলকুড়ি চাঁদেও গ্রহণ লাগে জোয়ারেও আছে ভাটা শুধু ফুলকুঁড়িদের চোখে সামনে চলার নেশা পিছু টানে ফিরে দেখে না আজি সুরমা রুপসা থেকে পদ্মা মেঘনা হয়ে যত স্রোত সাগরে গেলো আর বছর বছর ধরে কুঁড়িগুলো ফুল হয়ে কত যে সুবাস ছড়ালো এ আমার ফুলের কুঁড়ি স্বপ্নের দেশ থেকে আসা উড়ন্ত এক নীল ঘুড়ি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।