আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন এক বাবর...

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

একদা বিলাসী এক নবাব সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় এভাবেই চিত্রিত হয়েছেনঃ চুলগুলো খোঁচা খোঁচা ভাঙ্গা গাল, দেখতেও চোয়ারড়। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে বিষন্ন ও অবসন্ন বিলাসী একদা প্রচন্ড প্রতাপশালী ক্ষমতার বরপুত্র বাবরকে। তার মুখজুড়ে দুশ্চিন্তা,দুঃখ ও বিষাদের ছায়া। চোখে অশেষ শূন্যতা। দেখে মনে হয়, ক্ষমতার বরপুত্র বাবরের কিছুটা ওজন হারিয়েছেন। আপনাদের কি মনে হয় ক্ষমতার বরপুত্র বাবরকে নিয়ে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।