আমাদের কথা খুঁজে নিন

   

রিস্টার্ট ব্লগিং ...

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

অনেক দিন পর আবার ব্লগে এলাম। এসেই চক্ষু চড়কগাছ। এ কি অবস্থা ব্লগের! ফন্ট, ফন্ট সাইজ, ইন্টারফেস - সবকিছুই আগের চেয়ে সুন্দর হয়েছে। কিন্তু পুরনো কমেন্ট আর ফরম্যাটেড টেক্সটের এ কি অবস্থা? পুরনো কমেন্টগুলোতে বেশিরভাগ ব্লগারের নামের পরিবর্তে অতিথি লেখা আর পুরনো ফরম্যাটেড টেক্সটগুলোতে ফরম্যাটের পরিবর্তে কোড লেখা। ফলে পুরো ব্যাপারটাই কেমন যেন দৃষ্টিকটু।

সামহোয়্যার ইন ব্লগে আমি ব্লগিং শুরু করি এ বছর ফেব্রুয়ারি মাস থেকে। এ পর্যন্ত মাত্র ২২টা পোস্ট দিয়েছি। সংখ্যাটা মোটেই বেশি নয়। তাছাড়া অধিকাংশই পোস্টই সময়ের অভাবে তাড়াহুড়ো করে লেখা। কাজেই হঠাত্‍ মনে হল, সবগুলো পোস্ট ডিলিট করে যদি আবার প্রথম থেকে শুরু করি, তাহলে কেমন হয়? এরকম চিন্তা ভাবনা অবশ্য আমার প্রায়ই মাথায় আসে।

শুধু ব্লগিং-এর ক্ষেত্রে নয়, যেকোন কাজের ক্ষেত্রে - এমন কি জীবনের ক্ষেত্রেও! প্রায়ই মনে হয়, জীবনটা যদি আবার নতুন করে শুরু করা যেত! কিন্তু সেটা তো আর সম্ভব নয়, তাই ব্লগিংটা অন্তত নতুন করে শুরু করা যাক। কারণ, ব্লগিংও তো আসলে এক ধরনের জীবন - একধরনের পরাবাস্তবতা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.