আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন ব্লগ - ছাগলদের অভয়ারণ্যে ম্যাঁৎকার আওয়াজ!

সযতনে খেয়ালী!

আগের একটা পোস্ট ছিলো, দাবী করেছিলাম এডমিনদের কেউ, এটলিস্ট সাইটটির আপাত হর্তাকর্তা নোটিশবোর্ড হয়তো বলে দিবেন তারা কোন 'অনুভূতি'কে রিপ্রেজেন্ট করছেন। 'ধর্মীয় অনুভূতি' - যা কিনা চিল দেখলেই কান গেলো কান গেলো বলে চিলের পিছে দৌড় লাগানের সমান নাকি 'নাগরিক অনুভূতি' - যা কিনা নিজেকে মানুষ দাবী করার পূর্বশর্ত! কোন এক রহস্যজনক কারণে নীরব হয়ে গেছেন হর্তাকর্তা মহাশয়েরা। আমার আশাটা মনেহয় একটু বেশীই হয়ে গেছে। এডমিনদের কেউ এদিকে ভ্রুকুটিও করলেন না। একে একে ব্লগার চলে যাচ্ছেন সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই তেনাদের। তেনারা কি চান আসলে সামহোয়্যার একটি উন্নতমানের হাইটেক ছাগোদ্যানে পরিণত হোক? তবে এডমিনরা চান আর নাই চান, সেটাই বোধহয় হতে চলেছে তেনাদের পরোক্ষ কিংবা প্রত্যক্ষ গুটিচালনায়। এখন যেভাবে ব্লগ ছেড়ে যাচ্ছেন অনেকে তাতে সামহোয়্যারের টাইটেল ও বদলে ফেলার দরকার পড়তে পারে একসময়। তখন হয়তো আমরা গুগলে সার্চ করলে আর "বাঁধ ভাঙার আওয়াজ" পাবো না, পাবো- "সামহোয়্যার ইন ব্লগ - ছাগলদের অভয়ারণ্যে ম্যাঁ ম্যাঁ আওয়াজ"! নোটিশবোর্ড দেইখেন নামটার যৌক্তিকতা খানিকটা ভেবে। এখনই কাজে লেগে যান নাহয়, একটা লোগোও তো বানাতে হবে। একটা ছাগল কম্পুর মনিটরের সামনে সবয়ে সমানে কাঁঠাল পাতা চিবাচ্ছে আর দেশ ও জাতির 'ইতিহাস' টাইপ করে যাচ্ছে তার খুর দিয়ে খটাখট... খটাখট... খটাখট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.