আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যার ইন [গাঢ়] বই পড়া সভা [/গাঢ়]

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

[গাঢ়]'সামহোয়্যার ইন বই পড়া সভা'[/গাঢ়]র নামটাই বলে দেয় কি বলতে চাইছি। কি বই পড়ছি সেটা নিয়ে পোস্ট খুব কম দেখি। হয় আমরা একেবারেই বই পড়ি না (পড়বো কখন, জি টিভির সিরিয়াল আর দশটা চ্যানেলের বস্তা পঁচা সিরিয়াল আর নাটক আছে না?!), অথবা যারা পড়ি তারা বড্ড চুপ থাকি। অথচ অনেক ব্লগাররাই ব্লগ করেন (বাইরের স্বতন্ত্র ব্লগের কথা বলছি) কি বই পড়ছেন, সেই পড়া নিয়ে নিজেদের ভাবনাগুলো তুলে ধরতে। অথবা কি বই এখন পড়ার তালিকায় আছে, কোন ধরনের বই ভালো লাগে ইত্যাদি।

বই পড়ার অভ্যাসটা ব্লগে নিয়ে আসার জন্যই হালকা উদ্যোগ। ব্যাপারটা সহজ। আপনারা যে বই পড়ছেন সেটা সম্পর্কে দুটো কথা জানিয়ে যাবেন। পোস্টের শিরোনামে [গাঢ়]বই পড়া সভা [/গাঢ়] উল্লেখ করলে ভালো হয়। পড়া শেষ করে লিখতে হবে এমন কোন কথা নেই।

যে বই পড়তে শুরু করেছেন, সেটা সম্পর্কেও লেখতে পারেন। সুবিধা হলো, ভালো বই সম্পর্কে জানার সুযোগ। আপনার নিজেরও পড়া বইটা সম্পর্কে একটু চিন্তা করার সুযোগ হবে। এই আর কি। বলে রাখা ভালো, টেলিভিশন যেখানে মানুষের চিন্তার ফ্যাকালটিকে ধ্বংস করে, বই সেখানে চিন্তার হরাইজনকে এক্সপ্যান্ড করে।

সেটা যে ধরনের বইই হোক না কেন। পড়ায় মগজের ক্রিয়েটিভ অংশটা অনেক সচল হয়, কল্পনা শক্তি চাঙ্গা হয়। ফ্যালফ্যাল করে টিভি পর্দায় তাকিয়ে থাকায় সেটা অনুপস্থিত অনেকটাই। আমি শুরু দিলাম। যে বইটা পড়ছি এখন: লুইস আলবার্তো উরেরার, দি হামিং বার্ডস ডটার।

ইন্টারন্যাশনাল বেস্টসেলার আর বিষয় বস্তু দেখে কিনেছিলাম। বইটা সম্পর্কে: Miracles and passion abound in the mesmeraizing novel- everywhere hailes as a masterworks- the story of a young woman whose gifts as a healer lend her the aura of a saint, and who must come to terms wiht a surprising destiny as all of Mexico rises in revolution, crying out her name. এখনো শুরুর দিকেই আছি। 1/4 পড়া হইছে। পড়তে ভালোই লাগছে। 17শ, 18শ শতকের মেক্সিকোর একেবারে গ্রামের ছবি।

মানুষগুলো সরল, সংস্কারাচ্ছন্ন, অতি ধার্মিক, ভীতুও বটে। পৃথিবীর সব গ্রামের মানুষের মনন যে একই রকম সেটা বোঝা যায়। বইয়ের শুরুটা মজার ছিলো: বাংলা অনুবাদ করলে এমনটা দাড়ায়: বিশাল সানতানা খামারের মানুষগুলো কস্মিনকালে বাধাঁনো রাস্তা দ্যাখেনি। কখনো দ্যাখেনি রাস্তার বাতি, ট্রলি অথবা জাহাজ। এমনকি সিড়িও তাদের কাছে কোন এক জাদুকরের শয়তানী আবিস্কার।

সিড়ি যেন মইয়ের শয়তান ভায়রাভাই। ওতে না চড়াই ভালো। ... বইটার বিস্তারিত [link|http://www.powells.com/cgi-bin/biblio?inkey=62-0316745464-0|GBLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.