আমাদের কথা খুঁজে নিন

   

আজীবন নিষিদ্ধ হলেন শ্রীশান্ত

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় আজীবন নিষিদ্ধ হলেন শ্রীশান্ত। অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় শাস্তিটা পেয়েছেন এই পেসারই। অঙ্কিত চাভান ও  অমিত সিংকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য। সিদ্ধার্থ ত্রিবেদী নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। অজিত চান্ডিলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।

হারমিত সিং কোনো সাজা পাননি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই নিশ্চিত করেছে এই খবর।

এর আগে খবর আসে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত চার ক্রিকেটার—শ্রীশান্ত, চান্ডিলা, চাভান ও অমিত। পরে বিসিসিআইয়ের এক সভায় নির্ধারিত হয়ে গেছে ভারতীয় এই ক্রিকেটারদের ভবিষ্যত্।

সরাসরি স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত না থাকলেও জুয়াড়িদের প্রস্তাব সম্পর্কে ক্রিকেট বোর্ডকে অবহিত না করার দায়ে দোষী প্রমাণিত হয়েছিলেন ত্রিবেদী ও হারমিত।

এই দুজনের মধ্যে সাজা পেয়েছেন কেবল ত্রিবেদীই।

আইপিএলের ষষ্ঠ আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর গত জুন মাসের শুরুতেই প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছিল দিল্লি পুলিশ। বিসিসিআইয়ের চূড়ান্ত এই প্রতিবেদন তৈরির সময় নেওয়া হয়েছে আরও কঠোর অবস্থান। ক্রিকেটে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার মনোভাব ফুটে উঠেছে এই প্রতিবেদনের মাধ্যমে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।