আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডায় শতকের বক্তৃতাসমগ্র:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

সময়ের কাঁটা বোধহয় আজকাল খুব দ্রুত চলে। চোখের পলকেই ছয়শততম পোস্টের দ্বারপ্রান্তে। তাই, ভাবতে বসলাম কি দিয়ে সাজাব আরেকটি নতুন শতকের পোস্ট? না, তেমন নতুন কোন চমক থাকবে না। আড্ডার ভার্চুয়াল পথ চলা শুরু হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরের ১৬ তারিখে। বিজয় দিবসে এই প্রজন্মের বিজয়ের স্বপ্নকে একান্ত করে আড্ডার যাত্রা পথ একটুও বদলায়নি।

আড্ডা চলছে আর চলবে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিন্তু মানুষের মুক্তি হয়নি। ভাবনার মশাল জ্বালিয়ে অন্ধকারকে মাড়িয়ে চলুক আমাদের সবার পথচলা গণমানুষের চূড়ান্ত মুক্তি না আসা পর্যন্ত। তার আগেই যদি আমি বিদায় নিয়ে চলে যাই, তাহলে এই মশাল এগিয়ে নেবে আরেকজন সাহসী সহযোদ্ধা। সময়ের সিঁড়ি বেয়ে এভাবেই চলে মানুষের নিরন্তর পথচলা।

এর ব্যতিক্রম কখনও হবে না। যারা আড্ডায় শতকের বক্তৃতাগুলো এক জায়গায় দেখতে চান তাদের জন্য বিশেষভাবে এই আয়োজন। তাহলে আবারও চোখ বুলিয়ে দেখে নিন কি লিখেছি আগে, আর কি লিখতে পারি আগামীতে। (১) ১০০তম বক্তৃতা: ফেব্রুয়ারী ২০, ২০০৬ (২) ২০০তম বক্তৃতা: জুন ৬, ২০০৬ (৩) ৩০০তম বক্তৃতা: ডিসেম্বর ২, ২০০৬। (৪) ৪০০তম বক্তৃতা: ফেব্রুয়ারী ৪, ২০০৭।

(৫) ৫০০তম বক্তৃতা: এপ্রিল ৯, ২০০৭। (৬) ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।