আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: ভেসাক ডে অথবা বৌদ্ধ পূর্ণিমা

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

আজকে সিংহপুরে ভেসাক ডে। বৌদ্ধ পূর্ণিমারে অত্র অঞ্চলে ভেসাক ডে নামে ডাকে। অফিসিয়াল ছুটির দিন। এই দিনের দিবাগত এক ভরা চান্দের ঢলঢলা পূর্ণিমার রাতে গৌতমা বুদ্ধার জন্ম, তার বৌদ্ধত্ব লাভ এবং একই তারিখে মহাপ্রয়াণ। 'চান্নিপসর রাইতে আমার মরণ যেন হয়' - গানটা যেন কই শুনছিলাম? হুমায়ুন আহমেদের কোন নাটকে মনে হয়।

মানুষের লিখিত ইতিহাসে আরেকজন গুরুর জন্ম, মৃত্যু এবং তার জীবনের একটা সবচেয়ে অর্জনের দিন একই তারিখে। তিনি হযরত মুহাম্মদ। ১২ই রবিউল আউয়াল জন্ম, ওফাত একই দিনে এবং ১২ই রবিউল আউয়াল তারিখেই তিনি মদীনা (সেই সময়ের ইয়াথরিব) শহরে প্রথম পদার্পন করেন সেখানে নতুন বিশ্বাসীদের জন্য এক নতুন কমিউনিটি প্রতিষ্ঠার জন্য যা বীজ বপন করে তার এনলাইটেনড নব্যুয়তের অন্যতম গুরুত্বপূর্ন সময়টার। দুই মহাগুরুরে এই বৌদ্ধপূর্ণিমার শুভ দিনে প্রণাম। বুদ্ধার এই ধ্যানমগ্ন ছবিটা তোলা সিংহপুরের হল্যান্ড ভিলেজের লিম'স আর্ট নামের একটা সৌখিন জিনিস পত্রের দোকান থেকে।

ক্রেডিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।