আমাদের কথা খুঁজে নিন

   

আনোয়ার হোসেনের কাছের মানুষদের প্রতিক্রিয়া

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন চলে গেছেন না-ফেরার দেশে। ‘নবাব সিরাজদ্দৌলা’খ্যাত বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর কাছের মানুষেরা। তাঁদের স্মৃতিচারণায় উঠে এসেছে আনোয়ার হোসেন সম্পর্কে জানা-অজানা নানা তথ্য।
এভাবে চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়: রাজ্জাক
এই তো সেদিন হাসপাতালে আনু ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর আমি তাঁকে বলছিলাম, ‘আনু ভাই, আমাকে চিনতে পারছেন?’ জবাবে আনু ভাই বলেছিলেন, ‘কেন চিনতে পারব না!’ তিনি আমাকে চিনতে পেরেছিলেন।

শুনেছি, চলচ্চিত্রের খুব কম মানুষই তাঁর মৃত্যুর খবর শুনে তাঁকে শেষ দেখা দেখতে গিয়েছিলেন। আমরা সত্যিই দিন দিন কেন যেন নিজের জায়গার প্রতি, নিজের মানুষগুলোর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছি। এটা সত্যিই খুব অন্যায় হচ্ছে। আনু ভাই চলে গেছেন সত্যি, কিন্তু তিনি আমাদের চলচ্চিত্রে যে অবদান রেখে গেছেন, তা কখনোই ভুলবার নয়। আনু ভাইয়ের এভাবে চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়।

সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ ছবিতে তাঁর সঙ্গে আমি প্রথম অভিনয় করি। এরপর বহু ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমার নির্দেশিত ‘পাগলা রাজা’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.