আমাদের কথা খুঁজে নিন

   

বালছাল গরিবের পোলাপান স্মার্ট হবে ক্যামনে, ওরা কি হরলিক্স খায়?

আ মা র আ মি

এক অনেকদিন থেকেই টিভিতে একটা বিজ্ঞাপন দেখি। বাচ্চাটাকে আমার সুন্দর লাগে খুব। হরলিক্স জুনিয়র- এর বিজ্ঞাপন। বাচ্চাটা দারুন স্মার্ট, তার অভিনিত মায়ের ভাষ্যমতে, বাচ্চাটা নিজেও জানে তা। তাকে জানানোও হয়েছে সবসময়, 'তুমি স্মার্ট'।

সেও তাই সবাই কে জানিয়ে দেয় সে স্মার্ট। হ্যাঁ, সে স্মার্ট, কারন তার মা তাকে দেয় জুনিয়র হরলিক্স। জুনিয়র হরলিক্সের কল্যাণে আমরা একটা স্মার্ট মানুষ পেয়েছি। দুই বেশ পুরানো একটা ঘটনা বলি। আমি বসেছিলাম রাস্তার পাশে এক চায়ের দোকানে, আমার শহর, কোন এক মফস্বল শহরে।

আমার পাশে দুইটা ছোট্ট বাচ্চা খেলছিল, পরনের কাপড় দেখলেই বোঝা যায় গরিব ঘরের বাচ্চা। বড়টার বয়স ৬/৭, ছোটটা অনেক ছোট, মোটামুটি হাঁটতে পারে। রাস্তার পাশে সরকারী জমি, কাঁটা তারের বেড়ায় ঘেরা। কাঁটাতারের ওপাশে কয়েকটা আম গাছ। হঠাৎ বড় বাচ্চাটা খেয়াল করলো আমগাছের নীচে আম পড়ে আছে একটা।

লোভী দৃষ্টিতে সে দেখালো তার ছোটটাকে। তারপর বড় বাচ্চাটা নানা চেষ্টা করতে লাগলো আমটা হাতে পাবার, বাধা কাঁটা তারের বেড়া। অবশেষে না পেরে ছোটটাকে বলল। এবং আমি অবাক বিস্ময়ে দেখলাম বাচ্চাটা (যে ঠিকমত হাঁটতে পারে না) ঐ কাঁটা তারের নীচে যে অল্পখানিকটা জায়গা ফাঁকা আছে, কাঁটাতার এড়িয়ে ঐজায়গাটুকু দিয়ে পেড়িয়ে গেল ওপার,আমটা কুড়িয়ে দিল বড়টার হাতে, আবার এপার পেড়িয়ে এলো ঐ একই জায়গা দিয়ে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম ঘটনাটা।

পাশের দোকানের দোকানদার কিন্তু তেমন অবাক হননি। তিন বালছাল গরিবের পোলাপান স্মার্ট হবে ক্যামনে, ওরা কি হরলিক্স খায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।