আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো - ৫ (উৎসর্গ: প্রজাপতি)

যায় উড়ে যায় অনেক দূর...............

চাঁদের আলোয় ভাসত যখন আঁধার ঘেরা তোমার শহর - ছিল কি তা ভীষণ রকম মিথ্যে কিছু ভ্রমের প্রহর? রাতটা যখন আনত কিনে খুব অসহায় অবুঝ সে ভোর - তারপরেও ভাঙত না ছাই কেন আমার জ্বরমাখা ঘোর? আমার এ হাত তোমার হাতের সাথে যখন বলত কথা - কী ছিল তা? স্বপ্ন? না কি একটু হলেও বাস্তবতা? আমায় যখন হ্যাঁচকা টানে জড়িয়েছিলে শক্ত হাতে - অনুভবে ভুল ছিল কি সুপ্ত আমার কল্পনাতে? এ পিঠ ও পিঠ পাশাপাশি আমরা যখন উথাল-পাতাল - মিথ্যে সেটাও? খুব ধোঁয়াটে অসম্ভবের স্বপ্ন মাতাল? তুমি আমি বেশ ক'টা দিন যখন ছিলাম এর-ওর ছায়া - কেমন করে যায় হয়ে যায় মিথ্যে সেটাও, নীলচে মায়া? তুমি যখন হঠাৎ করেই বলতে আমায় ভালবাসো - কল্পনাতেও সুখের সাথে আসত কেন সর্বনাশ-ও? [প্রজাপতির এই পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।