আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটা ইচ্ছে ছিলো এলোমেলো

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে আমার ভীষণ ইচ্ছে করে নদীর ধারে মিষ্টি বাতাস উদাস দুপুর গান যেখানে মাঠের চাষা রাখাল বাঁশি গভীর রাতে নর নারীদের খেলা চলে নাগ-নাগিনী কাল সাপিনী ফনা তোলে মারে ছোবল উহু !আহা !জুড়িয়ে শরীর শান্ত নদী আমার একটা ইচ্ছে ছিলো শ্যামল বরণ অধীর বিকেল কিশোর ছেলে অবাক চোখে বিপাক সময় লজ্জাভূষণ কিশোরীদের আনকোরা সব অবাক সুখে বিশ্ব দেখে লাজের সাজে থমকে থাকে সন্ধ্যাভীষণ আমার ভীষণ ইচ্ছে করে কামুক রোদের শ্যামল হাসি ঝাপসা গাঁয়ে সুখের মাতম জেলে বধূর দুধের নেশা চুলোয় মদের নাকের ডগায় স্বামী আদর ঘামের ঝিলিক আমার ভীষণ ইচ্ছে করে উড়াল পাখি ডানা মেলি সবুজ সাথি কষ্টপ্রহর আমার সকল দুঃখগুলো নদীর জলে সামনে হাঁটি একলা পথিক পথের ধুলো আমার সকল ইচ্ছে গুলো এলো মেলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.