আমাদের কথা খুঁজে নিন

   

পিৎজা খাওয়ালে খেতে ভালোই লাগে

সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

কেউ পিৎজা খাওয়ালে খেতে ভালোই লাগে। তবে নিজে কিনে খেলে জিনিসটা তেমন আর ভালো লাগে না। সেদিন আমাকে খাওয়ালো এক বন্ধু। মুখে দিয়ে বললাম, "দোস্ত এরা পিৎজা বানায় ভালো। মাঝে মাঝে খেতে হবে এখানে।" আর একদিন এক বালিকাকে খাওয়ালাম। সে খাচ্ছিলো চপাচপ, আমি মুখে এক টুকরা দিয়ে বললাম, "ধুর, এটা একটা পিৎজা হলো? আমরা আর কখখনো পিৎজা খাবো না, ঠিকাছে?" ব্যাপারটা কেমন যেন। কেমনে কী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।