আমাদের কথা খুঁজে নিন

   

রোহণ কুদ্দুসের কবিতা থেকে কোলাজ

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

রোহণ "সৃষ্টি" অনলাইন ম্যাগাজিনটার ঠিকানা ধরিয়ে দেওয়ার পরে ঢু মেরে ওর কবিতাগুলো পড়ছিলাম৷ অন্য জায়গায় রোহণের লেখা পড়েছিলাম আগেই৷ নামটা পরিচিতই ছিলো৷ কোলকাতায় গিয়ে শ্যাজার কল্যানে আবারও শুনলাম রোহণের নাম৷ ওর কঠিন এবং অন্যরকম সুন্দর কবিতাগুলো আমার মতো বোকা মানুষের বুঝতে সময় লাগে৷ বাংলা কবিতা বেশি একটা পড়া হয় নাই, লজ্জার বিষয়৷ তারপরেও গ্রাফিক্স ডিজাইনে যেরকম নানান ছবি জুড়ে কোলাজ করতাম মনের আনন্দে তেমন কোলাজ করতে মন চাইলো রোহণের পাঁচটা কবিতা জুড়ে দিয়ে৷ একেবারে বেয়াড়া আস্পর্ধা৷ কবির অনুমতি না নিয়ে এরকম অনুশীলন নি:সন্দেহে প্রথম শ্রেনীর অপরাধ৷ এইখানে নিতান্তই বোকা এক স্বেচ্ছা-অপরাধী৷ অর্ধদগ্ধ বাক্য, এসো, দাড়াও কবন্ধ হ'য়ে শ্রেণীবদ্ধ জীব সোপানরীতি ভেঙ্গো না তুমি বরং নাযায়েজ বটের চারা দুলতে থাকো কলমের চৌকস উঠে এল চোখভর্তি জলে তুমি আয়না জানো তো ডান মানে বাম পাশের কলোনী থেকে গীর্জাশঙ্কুল পবিত্রতা তখন আজানবর্তী পাপক্ষয় গর্ভবেদনায় ছটফট করছে তরুন পিয়ানোবাদকের বউ অই দ্যাখো কবি পার হয়ে চলেন পুলসেরাত সাথে সখা জীমূতবাহন প্যানারোমিক ভিউ অর্থে তুমিও তো জানো ও সুতোর নীচে সমস্ত লাইন হা হা রবে ডাকে ক্লেস বাজপড়া নারকেল গাছও ঝুটা সরের আন্দাজে শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে শ্রেষ্ঠ স্বনির্বাচিত প্রেম মূল কবিতাগুলো: ১. ক্যামোফ্লেজ মেঘের নীচে কবি ২. সুবর্ণলতার কৌটবন্দি পর্ব ৩. প্রার্থনা করি ঋণক্ষয় ৪. অগোছালো দেবভঙ্গি ক্লাস ৫ অর্ধাঙ্গে এস.এম.এস. স্লান ওয়েবে: Click This Link সৃষ্টি পড়া যাবে এখানে: http://www.sristi.co.in/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।