আমাদের কথা খুঁজে নিন

   

পরকালে(!!) ছাগুরাঃ একটি কল্পিত স্ক্রিপ্ট

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

লং শট - স্লো প‌্যান একটা বিশাল গুদাম ঘর । পুরা ঘরে নিভু নিভু হলদে আলো। দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ জন্মদিনের পোষাকে সারিবদ্ধভাবে একে অপরের পিছে দৌড়াচ্ছে আর বিশাল ঘরটিতে পাক খাচ্ছে ।

(ক্যামেরা প‌্যান করে এসে থেমে যাবে) তাদের একজন খুব ক্লান্ত হয়ে দাড়িয়ে পড়েছে । (ক্যামেরা ট্রাক ইন) মিড শট- ক্লান্ত মানুষটাকে দেখা যাবে সামনে থেকে , সে খুব ধীরে ধীরে পিছে ঘুরবে , দেখা যাবে তার পশ্চাদদেশে লেজের মতন একটা লালচে কি যেন ঝুলছে । মানুষটি অসহায় হয়ে সেদিকে তাকিয়ে আছে, তারপর একহাত পিছনে নিয়ে লেজটি ধরতে যায়ে হঠাৎ চিৎকার করে ভ্যা ভ্যা করে উঠল এবং আবারো ছুটতে শুরু করল..(কাট) লং শট - আবারো দেখা যাবে সেই মানুষ গুলোই ছুটছে কিছুক্ষণ পরপর নিজেদির পশ্চাতদেশে হাত দিয়েই তারস্বরে ভ্যা ভ্যা করছে আর হাত মুখের কাছে নিয়ে থুথু দিচ্ছে আর মুখ দিয়ে ফু দিচ্ছে । (কাট) মিডশট - গুদামের দরজায় দুজন প্রহরী ঝিমুচ্ছে আর একজন প্রহরী ফ্রেমে ডান দিক দিয়ে ঢোকে । নিজেদের মধ্য তিনজনে আড্ডা শুরু করে ।

একটু পর পর ভ্যা ভ্যা শব্দ ভিতর থেকে আসছে (কাট) ক্লোজশট - নতুন প্রহরী অবাক হইয়া জিজ্ঞাস করে, আরে তাজ্জব ব্যাপার এ দোজোগে মানুষ রাখনের জায়গা নাই আবার ছাগল আনলা কোথথাইক্যা ?? মিডশট - আরে না এগোলাও মানুষ তয় ছাগলের মতন ডাকে । নতুন প্রহরী জিজ্ঞাস করে , ক্যান । আরেক প্রহরী বলে কষ্ট । এই দুই প্রহরীর মধ্যে সে বয়সে তরুণ । নতুন প্রহরী জিজ্ঞাস করে , এ্যাগো কোন ব্যামোর পথ্য দেয়া হইছে ?? তরুণ বলে হেবী মজার মামা ।

এগো ...গায় একখান লোহা ঢুকানো হইছে । যে অংশ ভীতরে তার তাপ মাত্রা -২৫ ডিগ্রি আর বাহিরের অংশ তাপমাত্রা ম্যালা , লার হইয়া রইছে । যখনই হাত দেয় লোহা ভিতর থাইক্যা বার করনের লাইগা তখনই ছ্যাক খাই ভ্যা ভ্যা করে । আর এরা মনে ইহকাল সবার পিছে আঙগুল দিত । তখন বুড়ো প্রহরী বলে হ আঙ্গুল তো দিতই তবে তার থাইক্যা বড় আকাম করছে ।

নতুন প্রহরী জিজ্ঞাস করে, কি ? এরা ধর্মের নামে ব্যবসা করত ইহকালে । যখন তখন নিজেগো ইচ্ছা মতন ফতোয়া দিত , হেবী ধার্মিক ভাব লইয়া পাবলিকরে জ্ঞান দিত । যেন এরাই ছিল ঈশ্বরের লাইসেন্স প্রাপ্ত । আগ্রহী হয়ে উঠে নতুন প্রহরী বলে , আমি একটু দেখুম । (কাট) মিডশট - ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢোকে তিন প্রহরী ।

অবাক হয়ে তাকিয়ে দেখে এইসব ধান্ধাবাজ ভণ্ড গুলোর দিকে । হঠাৎ সে বলে এই সামনের লোকটার দিকে হাত দেখিয়ে বলে ,আরে সামনেরটারে তো চেনা চেনা লাগে । বুড়ো প্রহরী জিজ্ঞেস করে , তুমি ক্যামনে চিন ? সে বলে , আরে আমি যখন সামহ্যোয়ারের গার্ড ছিলাম তখন হেরে দেখচি দুই -একবার আইতে । তবে আমি চিনতাম অন্য কারণে হেরে সব্বাই ছাগু বলে ডাকত । [পুরোটাই কাল্পনিক , বাস্তবতার সাথে মিলে গেলে ধরতে হবে কাকতালমাত্র ]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.