আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পাড়ার রাজাদা



আপনি কি এমন কাউকে চেনেন যার সাথে রোজ পাড়ার রকে অথবা গলির মোড়ের চায়ের দোকানে কিংবা দূরভ্রমণের ট্রেনযাত্রায় সহযাত্রী হিসাবে দেখা হয়। তিনি আমাদের রাজাদা। ধরুন বড়লোকের গাড়ি পাড়ার বেওয়ারিশ কুকুরছানাকে চাপা দিলে সেই গাড়ির কাঁচ কিভাবে ভাঙ্গতে হয় তার সেটা জানা। তিনি জানেন ট্রেন চলাচল ব্যবস্থা কি করে আরও উন্নত করা যায়। তিনি অবশ্য এও জানেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র নাট্যকার/অভিনেতা হিসাবে কেমন ছিলেন।

উত্তম-সুচিত্রা জুটি সর্ম্পকেও জানেন। আপনি হয়তো প্রকৃতি প্রেমিক, দু'কথা বলতেই তিনি আপনাকে পৃথিবীর আবহাওয়া সর্ম্পকে দু'শ কথা শুনিয়ে দিলেন। আপনি বেগতিক দেখে প্রসঙ্গান্তরে গেলেন, ভাবলেন বিজ্ঞান নিয়ে কিছু বললে হয়তো উনি ক্ষান্ত হবেন। কিন্ত দেখা গেল, আইনষ্টাইন থেকে হাল আমলের ষ্টিফেন সাহেবের গপ্পো তার জানা। আপনাদের মধ্যে টাটাদের মোটরগাড়ীর কারখানাও চলে আসবে, সিঙ্গুরতো আসবেই।

শাঁওলী মিত্রও আসবেন। শুভ ও প্রসন্ন ব্যক্তিত্বের অধিকারীরাও আসবেন। চিনতে পারলেন ভদ্রলোককে? তিনি আমার আপনার সকলেরই পাড়ায় থাকেন। তিনি সবজান্তা রাজা দা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.