আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা ফিউচার পার্কের ফিউচার উজ্জ্বলই মনে হচ্ছে

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

আজকে দেখতে গেসিলাম যমুনা ফিউচার পার্ক। শুধু ফুডকোর্ট আর রাইড গুলা দেখতে যে পরিমান মানুষ দেখলাম আজকে তাতে এর ফিউচার নিয়ে কনো সন্দেহ নাই আমার। এটা ঢাকার আরেকটা টাকা উরানোর কেন্দ্র হতে যাচ্ছে অচিরেই। প্রতিটা রাইড একবার করে চড়তে ৪০০ টাকা করে নেয়া হচ্ছে, ফুডকোর্তে এক কাপ নরমাল কফির দাম ১৫০ টাকা, একটা চিকেনের দাম ১১০ টাকা, বাকি আর না বললাম । এগুলা আজকে আমরা পকেট ফাকা করে রিসার্চ করেছি।

কোনো দোক্লাপাট শুরু হয়নি, শুধুমাত্র ফুডকোর্ট, রাইড, আর থিয়েটারে মানুষ দেখে মনে হয়েছে এদের দোকান পাট খোলার কোনো দরকার ই নেই, এই ৩ টাই ১০ বছরে ওদের টাকা উঠিয়ে দেবে। তবে মার্কেট টা বিশাল, ফুডকোর্টটাউ বিশাল। তবে আমার কাছে এটা খুব একটা ভাল লাগেনি, কেমন যেনো ঘুপচি ঘুপচি ভাব রয়েছে। তবে এর ফিউচার নিয়ে আমার কোনো সন্দেহ নাই, বাঙ্গালী এখানে ভালোই টাকা ঊরাবে। তবে রাইড গুলা আবার চরম, না চড়লে নিশ্চিত মিস হবে।

কিছু ছবি দিলাম রীতিমত লাইন ধরে লিফট এ উঠছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।