আমাদের কথা খুঁজে নিন

   

সকল স্নেহময়ী ও মমতাময়ী মায়ের প্রতি শ্রদ্ধা।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

আজ মা দিবস। বিশ্বের অনেক দেশে এ দিবসটি ঝাক-ঝমকভাবে পালন করবে। আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠান লাভবান হওয়ার উদ্দেশ্যে এ দিবসটি নিয় প্রচার প্রসার করছে। আমি মনে করি আমাদের জন্য মা দিবসটি প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহুর্ত। পশ্চিমা দেশে মা-বাবা সাধারণত ওল্ড হোম-এ থাকেন।

তারা কখনো সঠিকভাবে মা-বাবার প্রতি তাদের কর্তব্য পালন করতে পারে না। আবার তাদের মা-বাবাও সন্তানকে একটু বড় করে দিয়ে তাদের দায়িত্ব শেষ মনে করে আলাদা করে দেন। তাই তাদের মধ্যে (সন্তান ও মাতা পিতার মধ্যে) ঐ ভাবে বন্ধন গড়ে উঠে না, যেটা আমাদের দেশে হয়ে থাকে। তবে মায়ের ভালবাসা সব জায়গাতেই এক রকম। তারা যেহেতু আমাদের মত মা-বাবার প্রতি কর্তব্য পালন করে না বিধায় বিশেষ একটি দিন আলাদা করে মায়ের প্রতি ভালবাসা প্রকাশার্থে এ দিবসটি পালন করে থাকে।

আমাদের দেশ মাটি পশ্চিমা বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে প্রতিটি পরিবারই সন্তানদের উপযুক্তভাবে গড়ে তোলার ক্ষেত্রে মা-বাবা'র অবদান অনস্বীকার্য। আর আমাদের মা তার কি কোন তুলনা হয়? সন্তান জন্ম গর্ভধারণ করা থেকে শুরু করে গর্ভাবস্থায় লালন-পালন, ভূমিষ্ট হওয়ার থেকে নিজে না খেয়ে, না পরে, না ঘুমিয়ে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে সমাজে বড় করে থাকে। একমাত্র মায়ের কোলেই সন্তান নিরাপদ থাকে। সন্তানও মমতাময়ী, স্নেহময়ী, গর্ভধারিনীকে মা-কে কখনো ভুলতে পারে না।

প্রতি মহুর্তে মাকে বিশেষ মর্যাদায় অধিস্টিত করে তাদের সেবা-যত্ন করে থাকে। যার যাদের মা নাই তারা বুঝে মায়ের কি অভাব, মায়ের কি শূণ্যতা, মা কিভাবে সন্তানকে এতদিন আগলে রেখেছিল। সত্যিই মা তোমার তুলনা হয় না। আপনারাই বলুন মা-কে বিশেষ একটি দিন আলাদা ভাবে পালন করে মা-এর অকৃত্রিম ভালবাসার প্রতিদান দেওয়া সম্ভব? তবুও বিশেষ এ দিনে সকল স্নেহময়ী ও মমতাময়ী মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। সকলেই তাদের শ্রদ্ধেয় মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করুক এ কামনা আমার।

ছবি-ইন্টারনেট থেকে সংগ্রহ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।