আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ্য বইয়ের ইতিহাসে আওরঙ্গজেব

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com ভারতে পাঠ্য বইয়ের যারা ইতিহাস লিখেছেন (রাজনেতাদের ইশারায় অথবা অন্য কারণে) তারা আওরঙ্গজেবকে সর্বকালের ভয়ংকর সম্রাট হিসেবেই দেখিয়েছেন। আওরঙ্গজেব ইসলাম ধর্ম মেনে চলতেন তাই বিধর্মীদের উপর অনেক অত্যাচার করেছেন, অনেক মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছেন এমনকি মন্দিরে গরুও কেটেছেন, এই ধরণের ইতিহাস ক্লাসের ইতিহাস বই গুলোতে লেখা আছে আর শিক্ষকরা তা পড়াচ্ছেন। এই রকম জঘন্য মিথ্যা ইতিহাস পড়িয়ে বাচ্চা বয়স থেকেই হিন্দুদের মুসলিম ও ইসলাম বিদ্বেষী করে তুলছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো। আওরঙ্গজেব যে একজন মহান সম্রাট ছিলেন, তিনি হিন্দুদের উপর অত্যাচার করেননি, মন্দির তো ভাঙ্গেননি বরং অনেক মন্দিরে অর্থ সাহায্য করেছেন, সেই আসল ইতিহাস এতদিন মুসলিম ঐতিহাসিক ও ইতিহাসবিদরাই বলে আসছিলেন। সত্যকে কখনোই চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায়না।

এখন অনেক হিন্দু ঐতিহাসিকরাও আওরঙ্গজেবকে নিয়ে সঠিক ইতিহাস লেখা শুরু করেছেন। তবে সেগুলো প্রচারের মুখ দেখতে পায় খুব কমই। ঔড়িষ্যার গভর্নর (রাজ্যপাল) ডা. বি.এন পান্ডে তাঁর 'ইসলাম ও ভারতীয় সংস্কৃতি' বইয়ে আওরঙ্গজেবকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং পাঠ্যবইয়ের লেখকদের সমালোচনা করেছেন। এই বইয়ের সাহায্য অনেক লোক সত্যের মুখ দেখতে পায়। মনীষী রবীন্দ্রনাথ বলেছেন, 'ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দেই, তা ভারতবর্ষের ইতিহাসের এক দুঃস্বপ্নের কাহীনি মাত্র'।

শ্রী মজুমদার বলেছেন, 'সাম্প্রতিক কালে সরকারী নির্দেশমত সত্যকে এবং ইতিহাস রচনাশৈলির মৌল নীতিকে জলাঞ্জলি দিয়ে ইতিহাস রচনার প্রয়াসকে সমর্থন করা যায়না'। জানিনা কবে আমাদের দেশের ছাত্ররা আসল ইতিহাস পড়তে পারবে....! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.