আমাদের কথা খুঁজে নিন

   

নতুন লেখকদের অবশ্য পাঠ্য বই - ০১

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়। বাংলা ভাষায় নতুন লেখকদের জন্য খুব বেশি বই নেই। তবে ইংরেজিতে প্রচুর বই আছে।

ইংরেজি বই নিয়ে আলাদা আলোচনা করা যেতে পারে। বইয়ের নাম : লেখালেখি লেখক : তালেয়া রহমান প্রকাশক : যায়যায় দিন প্রকাশনী মূল্য : ৬০ টাকা এই বইটা নতুন লেখকদের জন্য একটা ম্যানুয়াল। সৃজনশীল লেখালেখি করতে হলে কী কী বই পড়তে হবে এবং কিভাবে এগিয়ে যেতে হবে সেটা সহজ ভাষায় বুঝিয়ে বলা হয়েছে। এই বইয়ের ভূমিকায় লেখক তালেয়া রহমান বলেছেন, একান্তভাবে নিজের সাধনা ও প্রতিভার চ্ছটায় আমাদের দেশের লেখকরা প্রতিষ্ঠিত হন। কিন্তু এদের মধ্যে বেশির ভাগই তাদের অভিজ্ঞতা বা তাদের সাফল্যের চাবিকাঠি সন্তর্পণে আগলে রাখেন।

নতুন লেখকদের একাই লেখালেখি শুরু করতে হয়। তাদের ওই একলা চলার পথকে কিছুটা সুগম করার উদ্দেশ্যে এই বইটি প্রকাশ করা হল। আশা করি নতুন লেখকরা উপকৃত হবেন। আমিও বিশ্বাস করি, যারা সৃজনশীল লেখালেখির জগতে পা বাড়াতে চান, তাদের জন্য এই বইটি একটা মূল্যবান পাথেয় হতে পারে। এই ম্যানুয়ালটি তাদের কঠিন পথটাকে অনেকটা সহজ করে তুলবে।

চলবে ..... পর্ব -০২ । নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ : বাংলা বানান শেখার বই পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.