আমাদের কথা খুঁজে নিন

   

তেমন কিছুনা, একটু বিরতিহীন প্যাচাল

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

যখন আশেপাশের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পুরুষগুলোর জিপারের কোল ঘেঁষা পকেটে মাল থাকে এবং নারীগুলোর কাঁচুলির ভেতরে গোপনে লুকানো মাল থাকে যে মালের আরেক নাম অর্থ আর বিচ্ছিন্নতার মাঝে আরও বিচ্ছিন্ন এক মানব নিস্ব পড়ে থাকে তখন তার মনে ভিন্ন সুর বাজবেই তো কারন আকাশের নিচ হতে মেঘের ঘাম ছুটে এলেও তাতে ভিজে তার পিয়াস মেটেনা যেহেতু সকলেই জানে পিয়াস মেটোনোর জন্যে চাহিদা পরিপূরক জল প্রয়োজন যেমন প্রয়োজন বিচ্ছিন্নতার আসরে একক পরিচয়ে মাথা তুলে দাঁড়াতে পরিপূরক স্থান আশেপাশের বিচ্ছিন্ন মানব গুলোর মনে কারন পকেটে বা কাঁচুলিতে লুকানো মালই কাওকে দাড়াতে সাহায্য করেনা সেখানে প্রয়োজন পরিপূরক মন্তব্যের টান যা অর্থে কেনা যায়না কেবল পাওয়া যায় যোগ্যতায় এবং পরিপূরক যোগ্যতমের পরস্মৈপদ সহচার্যে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।