আমাদের কথা খুঁজে নিন

   

তেমন কিছুই নেই আমার

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! আমরা পরস্পর থেকে এতই দূরে চ’লে গ্যাছি যে বিস্মৃত কিছু অনুস্মৃতি ছাড়া তুমি সম্পর্কিত তেমন কিছুই আর নেই আমার । যখন তুমি অনেক ছোট সবে ক্লাস থ্রি কি ফোরে তখন একবার সিঁড়ির কোনে বসে তোমাকে কাঁদতে দ্যাখে বিরক্তি জন্মেছিলো খুব ! সেসময় আরও যে কত বিরক্তি জন্মাতো তোমার অযাচিত ছেলেমানুষী দ্যাখে- সেসব ম’নে পড়তেই চর পড়া উঠোনে করুণ সুরে পুনরায় বেজে উঠলো হাজারো তারের বীণা । তোমার মধ্য তেরোতে যখন আমার টেবিলের পাশে এ’সে তুমি বসতে লিচুর ডালে বসা চড়ুইয়ের মতন- তোমার ঠোঁট-চোখ-ভুরুর আন্দোলন তখন আমাকে এতটাই স্বপ্নিল করে তুলতো যে কল্পনায় অই আমার যৌবন ছুঁইয়ে যাওয়া প্রথম ভালোবাসা ! উঠোনের কোনের খড়ের গাদায়,স্বপ্নের মত সন্ধায় একদিন খেলাচ্ছলে বুকে টেনে নিয়ে বলেছিলাম, ‘আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু তুমি।‘ শুনে হেসেছিলে খুব । সেই থেকে যেকোনো হাসিকেই আজো আমি প্রেম সম্পর্কিত-তুমি সম্পর্কিত স্মৃতি ভেবে ভ্রম করি ! সমুদ্র পারে হাঁটতে হাঁটতে অজান্তেই একবার হাত ধ’রেছিলাম তোমার সেদিন তোমার ঠোঁট বেয়ে গলগল ক’রে যে অমৃত বেরুচ্ছিলো তাকে ভালোবাসা ম’নে ক’রে তোমার দুয়ারে ঘুরে ফিরে আজো অপেক্ষমাণ আমি। এইসব বিস্মৃত কিছু অনুস্মৃতি ছাড়া তুমি সম্পর্কিত তেমন কিছুই আর নেই আমার শুধু গত মধ্যরাত্রি থেকে বুকের ভেতর কিছু অদৃশ্য মুমূর্ষা প্রচণ্ড অনুভব করা ছাড়া ! ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।