আমাদের কথা খুঁজে নিন

   

দগ্ধ

কবিতা লিখি, কবিতা হয় না...

যতটুকু ভুল হৃদয় আকুল থমথমে চারিপাশ, অনুখন হায়, দোলা দিয়ে যায় অবাক দীর্ঘশ্বাস । হৃদয় দীপ্তি- চির অতৃপ্তি ভাগ্য লিখন শুধু, মন ব্যাকুলতা- এ প্রতিকূলতা মরা মরুভূমি ধূধূ । যতটা সূক্ষ্ম এসব দুঃখ থাকবে অন্তহীন, তারো বেশি আশা জলজ পিয়াসা, হৃত হৃদয় বিলীন । তাই খুঁজি সুখ সাগর সমুখ, সুখের ঠিকানা নীল, পথ থেকে পথে পথ খুঁজে পেতে হাতড়ায় গাংচিল । সুদূর আকাশে যদি মেঘ আসে, আঁধারে সকল ঢাকা, মনের ঠিকানা কোথায় জানি না, পথ হাঁটি আঁকাবাঁকা । নেভাতে কি পারি আগ্নেয়গিরি ? জ্বালামুখ সবখানে, বাক্য প্রয়াসে হয়না প্রকাশ এ, যার জ্বালা সেই জানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।