আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণকলি-১

প্রান্তরে প্রান্তরে কুড়িয়ে ফিরি ধূলিকনা

তুমি কি আর স্বপ্ন বুনো আগের মত টিনের চালের তপ্তরোদে গুমোট হাওয়া ঘরজুড়ে এক কৃষ্ণকলি তক্তপোশে শুধুই বসে একা। ফাগুন হাওয়ার মাতন এনে আম্র মুকুল ঝিঁ-ঝিঁ পোকা পাগল পাগল আমায় বলো বাম পাঁজরে অন্যরকম ব্যথা। জোৎস্না রাতের মায়াভরা আকাশ পানে দীপ্ত তোমার ফিরে আসা পুকুর পারের তাক লাগানো ঘাসে তুমি শোনাও আমি শুনি: যত্নেœ বোনা স্বপ্ন আঁকা কথা। ডেকে-হেঁকে শোনাওনি গান গুনগুনিয়ে মন্ত্র জপে যেমন- আমার পানে দৃষ্টি হেনে, মৃদু হেসে বুঝিয়েছিলে রাজা-রাণীর মন জুড়ানো গাঁথা। এসব কবে সাঙ্গ হলো কেউ জানেনা তোমার পথে ধ্রুবতারা বেশ জোরালো স্মৃতির চাদর দুরেই থাকে পড়ে আমি বসে রপ্ত করি দুর অতীতের একটি নকশী কাঁথা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।