আমাদের কথা খুঁজে নিন

   

বাশারের জন্য টিউটোরিয়ালের সামনের কথা

সযতনে খেয়ালী!

কুজী (নাকি কুগী, ভুইলাই গেছি হালায়) বীচে কনে দেখা সোনালী আলোয় বইসা বইসা পোস্ট করার মজাই আলাদা। (অই হাসিব ভাই, আপনের ছাতার কুলওয়েভ কাজ করেনা ক্যা?) এই পোস্ট পড়তে শুরু করার আগে জংলী হিমুর এই পোস্টটা পড়ে নিলে লাইন বাট্টা ধরতে সুবিধা হবে জনগনের। হিমু , আমাদের সম্মানিত বাশার কাপ্তানের জন্য টিউটোরিয়ালের ডাক দিছে ঠিকই, মাগার ক্যামনে বাস্তবায়ন হইবো সেটার দায়িত্ব দিছে আমারে। আমার আবার গরু-তিনবাহু-ছাগল পিডাইয়া মানুষ করার খায়েশ পুরাইন্না কিনা, তাই! যাইহোক, হিমুর টিউটোরিয়াল ছিলো - RUN মানে দৌড়ানো! দৌড়ানো মানেতো বুঝলাম। কিন্ত বাশার দৌড়ায় না ক্যা? হালায় আইলশা, ভাদাইম্যা বাশার কাপ্তানরে দৌড়ানো শেখানোর 'ওয়ানস্টপ উপায়' বাইর করছি : উপকরণ : জার্মান শেফার্ড - পরিমান ন্যূনতম ছয় টি, পদ্ধতি : তিনটি করে জার্মান শেফার্ড ক্রিজের দুইপ্রান্তে রেখে দিতে হবে।

যেই না বাশার , রান নিতে শুরু করবে পিছনের শেফার্ড গুলো বাশার কাপ্তানরে 'সই কইরা' দিবে দৌড়, শেফার্ডের চোখা চোখা দাঁতের ভয়ে হলেও বাশার কাপ্তানের হৃদপিন্ডের গতি বাড়বে সাথে বাড়বে দৌড়ের গতি। ঐপাশে পৌঁছানোর ঠিক আগেই আগে থেকেই 'পজিশন' নিয়ে থাকা অপর তিনটা শেফার্ড ঘেউ ঘেউ করে তেড়ে আসবে বাশার কাপ্তানের ঠ্যাঙের দিকে, তখন এই পাশের গুলো অবশ্য ঘেউ ঘেউ থামিয়ে বসে থাকবে। এই গুলার ধাতানী খেয়ে বাশার কাপ্তানকে মুখ কালো করে হলেও জানের ডরে দৌড়াতে হবে উল্টা দিকে! মন্তব্য : অনেক চিন্তা করে দেখলাম, শ্যুটিং ফুটিং-এর প্ল্যান কাজ দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলা, এইসবে লাভ হইবে না কোন মতেই। কাজ হইতে হইলে চোক্কা দাঁতওলা জার্মান শেফার্ডই লাগবে।

কিন্ত : আইছিছির ইসপেশাল পার্মিশন লাগবো। মাঠের ভিতরে জলজ্যান্ত শেফার্ড কুত্তা বসায়া রাখবেন, আর কেউ কিছু কইবো না, এমনটা নাও হইতে পারে। সেক্ষেত্রে কোন ডাক্তার, কম্পাউন্ডার, কবিরাজ- যা খুশী একজন সাউন্ড দেন। একটা সাট্টিফিকেট দ্যান, "আমাগো বাশার কুত্তা ছাড়া খেলবার পারে না - আদেশক্রমে ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ ক্রিকেট টিম"। বি.দ্র : পরবর্তী টিউটোরিয়াল লেকচারের জন্য হিমুর পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।

ও ভালো কথা, ফটুকটা কিন্ত বাশার কাপ্তানের না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.