আমাদের কথা খুঁজে নিন

   

রেবের হাতে আড্ডাবাজ

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

অবশেষে তিনিও রেবের হাতে নিগৃহীত হলেন। স্বয়ং আড্ডাবাজ। আজ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত তিনি তাদের কব্জায় ছিলেন। এই একটু আগে রেব তার সবকিছু ফেরত দিয়ে সসম্মানে বাড়ীতে দিয়ে গেলেন। বেচারী আড্ডাবাজ এবারের নববর্ষ বড়ই আতংকে উদযাপন করল।

তারপরেও ব্যবসার কাগজ পএ বাক্স পেটরা সব ফেরত পেয়ে আনন্দে ব্লগাতে বসল। এই দুনিয়ায় আমরা শক্তিমানের শক্তির পুজা করি। তারা অনুগ্রহ করলে আমরা আনন্দিত। তারা ছুঁড়ে ফেললে আমরা অসহায়। কি আর করা।

সময় খারাপ। চোখ কান খুলে থাকতে সবাই বলে। তারপরেও গরীবের বলার কিছুই নাই। ডাক্তারী পরীক্ষায় বলা হয়েছে শরীরের উপর ধকল গেছে। তবে অংগ প্রতংগ সব বহাল আছে।

কি আর করা। বিলম্ব হলেও আপনাদের নববষের্র শুভেচ্ছা জানাই। রেবের জামাকাপড় পড়ে যে সামহোয়্যার ইন এই কর্ম সারবে তা কি ঝানতাম? যাবার সময় নতুন আইডি কার্ড দিয়ে গেছে। এখন আবার নতুন নাম নিয়ে চলতে হবে। নতুন আইডি কার্ড।

তাও খুশী। আপনারা দেশের আর ব্লগের মা বাপ, আমরা ....সব ..বাচ্চা!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।