আমাদের কথা খুঁজে নিন

   

জেমস ও কবি শামসুর রাহমান

সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।

প্রয়াত কবি শামসুর রাহমানের একটি অদ্ভুৎ সুন্দর প্রেমের কবিতা "উত্তর " অবলম্বনে রক গায়ক জেমস রচনা করেন তার অত্যন্ত জনপ্রিয় একটি গান "তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার"।পরবর্তীতে একটি পত্রিকার সাথে কবির এক সাাৎকার পড়ার সুযোগ হয়।সেখানে এক পর্যায়ে কবিকে গানটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে কবি বলেন জেমসের নামটি ইতোপুর্বে তার গোচরীভূত হয়ে থাকলেও তিনি এ গানটির ব্যাপারে জ্ঞাত নন এবং প্রতিবেদকের কাছেই প্রথম তিনি গানটির কথা শুনেছেন।তৎকালীন সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা গানটির ব্যাপারে আর কোন আলোচনা করতে খুব একটা উৎসাহ প্রকাশ করলেনা।তবে কবিতাটি প্রয়োগের আগে কবিকে অবগত করলে তিনি অধিক প্রসন্ন হতেন বলে মন্তব্য করেছিলেন।মূল কবিতাটি পরবর্তীতে যখন পড়ার সুযোগ হয়, আমি অভিভুত হয়ে যাই এর রস মাধুর্য্যে।দুঃখের বিষয় হোল কবিতাটি সঙগ্রহে রাখতে পারিনি।কাব্য রসিক ব্লগারদের প্রতি পরামর্শ কবিতাটি পড়ে নি েত ভুলবেন না।আর কেই সংগ্রহ করে যদি ব্লগে পাঠান তাহলো তো কথাই নেই........দূর্বল স্মৃতি থেকে প্রথম কয়েকটি পংক্তি পাঠানোর লোভ সামলাতে পার লামনা....... " তুমি হে সুন্দরী তমা আমার , নীলিমার দিতে তাকিয়ে বলতেই পারো, হে আকাশ তুমি আমার..... ণীল আকাশ নিরুত্তর রবে........." দুঃখিত আর মনে করতে পারছিনা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।