আমাদের কথা খুঁজে নিন

   

হুদাই

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

[রং=#800080]প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আমার স্মৃতি খুবই খারাপ, সারাদিন মোবাইলে রিমাইন্ডার বাজে, "এইটা কর, সেইটা কর" ধরনের। আজকে একটু রূপচর্চার শখ হয়েছিলো, রূপচর্চা বলতে চোখের নিচের কালি দূর করা প্রকল্প। রাত জেগে জেগে চোখ গর্তে ঢুকে বসে আছে, চোখের নিচে পড়েছে প্রায় অমোচনীয় কালি। এমনেও খুব একটা পদের না চেহারা, এখন আশটিপেতি-কানিপিশাচীর (ইনারা পেত্নী সম্প্রদায়ের মাঝে খুবই উচচ শ্রেনীর) কাছাকাছি চলে গেছি। রিমাইন্ডারে কাজ হলো না, সামান্য এডিট করে ওখানে আগামীকালের তারিখ দিয়ে দিয়েছি।

দেখি কাল হয় কিনা! আজব দিন কাটছে, ভালো লাগার মত যা দেখি সবই স্মৃতি। সবচেয়ে ভালো লাগার স্মৃতিগুলো আবার রিনিউ করার একটা প্রবল সম্ভাবনা আছে, সেই আশায় বসে আছি, যার জন্য দেশ ছাড়ার মত ভয়াবহ কঠিন দাম দিতে হবে--কষ্ট কষ্ট অনুভূতি নিয়ে লাল-সবুজ রঙের যেকোন কিছুর দিকে তাকাই, বুকের মধ্যে তীব্র একটা ব্যথা কেমন জানি চিনচিন করে--যাবো গা দেশ ছাইড়া? আমিও?! কিন্তু ওপর থেকে নাটের গুরু হাসেন..."যেতে যখন চাস না এখুনি, থেকে যা আর ক'টা দিন"...তিনি যখন হেসেছেন, সে হাসিকে সমর্থন করে সামান্য পাসপোর্টটাই হয় না আমার তিন মাসেও! কেন?--জরুরী অবস্থার ক্যাচাল। সুতরাং ভিসা বহুত দূরের কথা। আমি পড়েছি মহা ফান্দে...দেশ ছাড়ব ভেবে যেখানে কান্নাকাটি অবস্থা সেখানে এখন যেতে পারছি না বলে মন খারাপ করে বসে থাকি। হাসান মোরশেদ ভাই কবে যেন আমাকে বলেছিলেন, "ভালো থাকার জন্য দীর্ঘ ক্লান্তিকর অপেক্ষা"।

মাঝে মাঝে ভাবি খুব হাই পাওয়ারের ধৈর্যবটিকা খাওয়ানো হয়েছে মনে হয় আমাদের। নইলে বছরের পর বছর এমন করে...কেমন করে?![/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।