আমাদের কথা খুঁজে নিন

   

অসাম্প্রদায়িক ইচ্ছে কাব্য।

এখানে পিঁপড়ার কামড় ফ্রি!! কালো মেঘ কালো মেঘের রঙ, সুপ্রভাত তোমায় আকাশের বিছানা জড়িয়ে ধরে মিছিল নামাও মিছিলে মিছিলে বাতাসের সাথে মিলন বৃষ্টি ঝরাও, প্রভাতে দিব্য প্রহরে। আমারও দম্ভ ছিল নিজেকে নিয়ে প্রভাতের আলো কিংবা রাতের আধার ছুয়ে আয়না মহল গড়ে তোমার আগমনের প্রহর গুনতাম কবিতা আর গানের সুরে মিলনের গান শুনতাম। যে চোখে বৃষ্টি জমিয়ে নদীকে সাগর করছি সে চোখ আরো বৃষ্টি চায়,এসাগর যে বড় স্বচ্ছ আয়না মহল বানাইনা বহুকাল, কবিতার ভুলে লিখি গল্পগুচ্ছ পাশে একটা পাহাড় ভাবি সাগরের সাথী করে। সব পাহার গলা দুঃখ জলে সাগর মদে মাতাল আদিকালে সাগরের পারে ঢেউ গুনতাম এখন উচ্চতার হিসেবে ঢেউ আসে না একটা ঢেউ হুছট খেলেই মেঘের বিলাসিতা বাড়ে। তবু কালো মেঘে বৃষ্টি জমুক এক পাহারের দুঃখ দেব অধিক হলে বেদনা খাব তবু বৃষ্টি, বেদনা বৃষ্টি ঝরাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.