আমাদের কথা খুঁজে নিন

   

সুবহানের বিরুদ্ধে গণহত্যাসহ যুদ্ধাপরাধের ৯ অভিযোগ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে গণহত্যাসহ একাত্তরে মানবতাবিরোধী নয়টি অপরাধের অভিযোগ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে এসমস্ত অভিযোগের পক্ষে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। আজ শনিবার ধানমণ্ডি ২৭ নম্বরে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

হান্নান খান বলেন, সুবহানের বিরুদ্ধে আট ধরনের অপরাধের মোট নয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র। রবিবার চিফ প্রসিকিউটর গোলাম আরিফ ‍টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

গত বছরের ১৫ এপ্রিল এই জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত শুরুর পর মোট ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান তদন্ত সংস্থার সমন্বয়কারী।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।