আমাদের কথা খুঁজে নিন

   

খুচরা পদাবলী - 1

বন্ধ জানালা, খোলা কপাট !

তোমারে স্মরি,মরি তব প্রেমে তোমার কাজল দীঘির গভীর থেকে এক ঘটি জল দেবে ? অহরাত্রি সারাবেলা তুমি আমার সুখের ভেলা তুমি আমার উড়াল পঙ্খি মেঘদূত তীব্র বেগে ধেয়ে চলে দুই হৃদয়ের একই ধারা একই রঙ্গে রঙ্গিন একই ভালবাসার স্রোত ! চুমতে তোমার আখিঁর কাজল দিওগো মোরে খানিকক্ষণ মনের সওদা লয়ে আমি কিনতে এসেছি তোমার মন, তোমার প্রেমের গন্ধ-সুধা তোমার ঠোটের তীব্র ক্ষুধা আমাতে দিও,আমাকে নিও জাগিও আমারে অনুক্ষণ ! আমার কাছে নেই তুমি আমার মাঝে আছ, হৃদয় পাছে নেই তুমি হৃদয় মাঝে বাঁচ ! তুমিহীনা সারাবেলা নদীর বুকে শূন্য ভেলা তুমিহীনা অচল প্রহর নিশীদিন এভাবে যায় কি বাঁচা বেশীদিন ? ..................... ........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।