আমাদের কথা খুঁজে নিন

   

খুচরা ভাবনা!

জীবনের জন্যই এই সব কথামালা ১. ইচ্ছে হলেই সীমান্ত টানো ভালোবাসায় ইচ্ছে হলেই বয়ে দাও বিষাদী তান্ডব, ইচ্ছে হলেই যুদ্ধ এঁকে যাও মনের ভেতর, তোমাকে পাবার প্রবল তৃষ্ণা, খড়কুঠো ঘর ইচ্ছে হলেই জলের উপর শব্দ তোলো - জল কে তুমি আমার করো চোখের ভেতর, সবুজ বনকে তুমি সুর্যাস্তের রঙ দাও - আমি চেয়ে দেখি, পতিত জীবনের হুড়োহুড়ি তবুও ভালোবাসি মৃত পাতার আশ্চর্য মর্মর তৃষিত ঠোঁটে তোমাকে পাবার প্রার্থনা ঘর।। ২. কেনো মুদ্রিত সিলেবাসে থাকে / অর্থনীতির দূর্বোধ্য জ্যাম? যখন চিন্তায় বুদ হয়ে কবিতা থাকে / থাকে তোমার চোখের ফ্রেম! ৩. বিষন্ন আকাশ কার কথা ভাবে / কার আঘাতে ফুপিয়ে সে কাদে কোন সে ব্যথায় হয়ে যায় নীল / কার চোখেতে ছিলো ঝিলিমিল! ৪. ফিরিয়ে দাও স্বপ্নভোর /মুঠোয় ভরা রোদ্দুর, ফিরিয়ে দাও জলকেলি / আর আয়েশি দুপুর, চোখের উপর সুখ স্পর্শে / নিয়ে চলো সুদূরপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।