আমাদের কথা খুঁজে নিন

   

চুলের চিহ্ন

।আমার আমি

রাত্রি শেষে আদর মাখা গন্ধ টুকু থাকে, ভোরের আলোয় রেখে গেলি চুলের চিহ্ন বুকে........ মোর পরানের মাঝি, আমার বৈঠা দিলাম তোমায়- এই অবেলায় আজি.........।। তোমার জন্যে কয়েকটা বাগান সাজিয়েছি ভেনিসে, কাঞ্চনজংঘার নীচে একটা ঘর। গোলাপের মায়া ভরা রুপোর বাটিতে কস্তুরী সুগন্ধি, আর আমার বাহু বন্ধনের উষ্ণ আমন্ত্রণ। এসো, চন্দ্রিমা আবেশে, পাশে বসো। যুগল ওষ্ঠে রচিত হোক প্রনয়ের উপাখ্যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।